Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তাইজুলের ছয় উইকেট দেখুন ভিডিওতে


২৪ নভেম্বর ২০১৮ ১৯:১০ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ১৯:১১

।। স্পোর্টস ডেস্ক ।।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ৬৪ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে থাকলো টাইগাররা। দ্বিতীয় ইনিংসের স্বল্প পুঁজিকে সম্বল করেও হেসেখেলেই জিতেছে স্বাগতিকরা। তাতে বড় ভূমিকা টাইগার স্পিনারদের।

উইন্ডিজদের ২০টি উইকেটই ভাগাভাগি করে নেন টাইগার স্পিনাররা। প্রথম ইনিংসে নাঈম হাসান নেন ৫টি উইকেট। তাতেই ২৪৬ রানে থামে উইন্ডিজদের ইনিংস।

শনিবার (২৪ নভেম্বর) দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের দেয়া ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তবে সাকিব-তাইজুলদের বোলিং তোপে ৭৫ রানেই ৮ উইকেট হারায় উইন্ডিজরা। এরপর অবশ্য নবম উইকেটে সুনীল অ্যামব্রিস ও জোমেল ওয়ারিকান মিলে ৬৩ রান করেন। সেই উইকেটে হানা দেন মিরাজ। তার করা বলে সাকিবের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ওয়ারিকান।

আর শেষ উইকেটে তাইজুলের বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অ্যামব্রিস। তাতেই জয় পায় টাইগাররা।

টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করেছে গাজী টিভি। আর অনলাইনে ম্যাচটি সম্প্রচার করেছে র‌্যাবিটহোলবিডি

ভিডিওতে দেখে নিন প্রথম ইনিংসে তাইজুলের ৬ উইকেট:

ছবি: শ্যামল নন্দী

সারাবাংলা/এসএন

টেস্ট তাইজুল ইসলাম পাঁচ উইকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর