Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রানবন্যার ম্যাচে নিষ্প্রাণ ড্র


২৪ নভেম্বর ২০১৮ ১৮:২৪ | আপডেট: ২৪ নভেম্বর ২০১৮ ১৮:২৫

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ ক্রিকেট লিগের (পিসিএল) ম্যাচে রাজশাহীতে মুখোমুখি হয় নর্থ জোন-ইস্ট জোন। এই ম্যাচে রানবন্যায় ভেসেছে দুই দলই। তবে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ দিন শেষে ম্যাচটির সমাপ্তি ঘটে ড্র দিয়েই।

বুধবার (২১ নবেম্বর) টস হেরে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নাঈম ইসলাম ও অধিনায়ক জহুরুল ইসলামের সেঞ্চুরতে ভর করে নর্থ ৪৪৫ রান তোলে নর্থ জোন। জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪৩ রানের ইনিংস খেলে ইস্ট জোন। দুই ইনিংসে রানবন্যার পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে নর্থ জোন। তবে শনিবার (২৪ নভেম্বর) শেষ দিনে ৪ উইকেট হারিয়ে ২৭০ রান তুলতেই ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে প্রথম উইকেট হারায় নর্থ জোন। তবে দ্বিতীয় উইকেটে জুনায়েদ সিদ্দিকীর সঙ্গে উইকেটে যোগ দেন ফরহাদ হোসেন। দু’জন মিলে ইনিংস বড় করতে থাকেন। তবে অর্ধশতক তোলার পর দলীয় ১২৩ রানে ব্যক্তিগত ৫১ রান নিয়ে ফেরেন জুনায়েদ সিদ্দিকী। এরপর ফরহাদের সঙ্গে জুটি গড়েন সাব্বির রহমান। ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড়ো ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ৪৫ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলীয় ২০১ রানে ফেরেন সাব্বির।

এরপর উইকেটে আসেন আগের ইনিংসে সেঞ্চুরি করা নাঈম ইসলাম। তবে এই ইনিংসে ৩৮ বলে ৫ বাইন্ডারিতে ২৯ রানের ইনিংস খেলে রানআউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তবে একদিক থেকে ব্যাট চালিয়ে সেঞ্চুরি তুলে নেন ফরহাদ হোসেন। ১২৮ বলে ১২ আর ও ১ ছক্কায় ১০৩ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান। এরপর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।

এর আগে প্রথম ইনিংসে নর্থ জোনের নাঈম ইসলাম সর্বোচ্চ ১৩৭ রানের ইনিংস খেলেন। আর অধিনায়ক জহুরুল খেলেন ১০৪ রানের ইনিংস। এছাড়াও ওপেনার মিজানুর রহমান ৯২ রান করেন। এই তিন ব্যাটসম্যানের ব্যাটে ভর করেই প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪৪৫ রান তোলে নর্থ জোন।

বিজ্ঞাপন

ইস্ট জোনের হাসান মাহমুদ সর্বোচ্চ ৪ উইকেট নেন। এছাড়াও এনামুল হক জুনিয়র ৩টি, আবু জায়েদ রাহী ২টি এবং মোহাম্মদ সাইফউদ্দিন ১টি করে উইকেট নেন।

এরপর নিজেদের প্রথম উইকেটে ব্যাট করতে নেমে ইয়াসির আলীর ৯৪, অধিনায়ক ফরহাদ রেজার ৮৫, মোহাম্মদ সাইফউদ্দিনের ৬৪, ওপেনার রনি তালুকদারের ৫৪ এবং এনামুল হক জুনিয়রের ৫১ রানে ভর করে ৪৪৩ রান তোলে ইস্ট জোন।

নর্থ জোনের এবাদত হোসেন ও সানজামুল ইসলাম ৩টি করে উইকেট নেন। এছাড়াও জিয়াউর রহমান ২টি উইকেট নেন। শুভাশিস রায় ও শরিফুল ইসলাম ১টি করে উইকেট পান।

ম্যাচসেরার পুরস্কার আসে নর্থ জোনের নাঈম ইসলামের হাতে।

সারাবাংলা/এসএন

টেস্ট বাংলাদেশ ক্রিকেট লিগ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর