মিরপুর টেস্টে থাকছেন না গ্যাব্রিয়েল
২৩ নভেম্বর ২০১৮ ১৫:২১ | আপডেট: ২৩ নভেম্বর ২০১৮ ১৫:২২
স্টাফ করেসপন্ডেন্ট।।
চট্টগ্রামে প্রথম ইনিংসে দারুণ এক স্পেলে কাঁপিয়ে দিয়েছিলেন বাংলাদেশকে, নিয়েছিলেন ৪ উইকেট। তবে মিরপুর টেস্টে খেলতে পারছেন না ওয়েস্ট ইন্ডিজ পেসার শ্যানন গ্যাব্রিয়েল। নামের পাশে দুইটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ায় এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন।
এই বছরেই পাকিস্তান সিরিজে আইসিসির আচরণবিধি লঙ্ঘন করেছিলেন গ্যাব্রিয়েল। নামের পাশে যোগ হয়েছিল তিনটি ডিমেরিট পয়েন্ট। ২৪ মাসের মধ্যে ওই আচরণের পুনরাবৃত্তি হলে নিষেধাজ্ঞার শংকা ছিল গ্যাব্রিয়েলের সামনে।
চট্টগ্রামের ঘটনাটি ঘটেছে ম্যাচের অষ্টম ওভারের সময়। ইমরুল কায়েসকে বোলিং করার সময় একটি অশোভন ইঙ্গিত করেছিলেন গ্যাব্রিয়েল, শারীরিকভাবেও একটু ঠোকাঠুকি হয়েছিল দু’জনের। যদিও তা বেশিদূর গড়ায়নি। তবে আম্পায়াররা মনে করেছেন, গ্যাব্রিয়েল চাইলে ঘটনাটা এড়াতে পারতেন। সেজন্য তার নামের পাশে দুইটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। এরপর ম্যাচ রেফারি ডেভিড বুন ডেকে পাঠিয়েছিলেন এই পেসারকে। গ্যাব্রিয়েল অভিযোগ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি। সেজন্য এক টেস্ট নিষিদ্ধ হতে হচ্ছে তাকে।
দুইটি ডিমেরিট পয়েন্ট ছাড়াও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে গ্যাব্রিয়েলকে।
সারাবাংলা/এএম/এসএন