Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিডিওতে দেখুন মুমিনুলের সেঞ্চুরির হাইলাইটস


২২ নভেম্বর ২০১৮ ১৯:১৭ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৯:২১

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮ উইকেটে ৩১৫ রান। এই টেস্টের প্রথম দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে সেঞ্চুরি তুলে নিলেন বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল হক।

১৬৭ বলে ১০ চার ও ১ ছক্কায় ১২০ রানের ইনিংস খেলে আউট হন মুমিনুল।

এটি মুমিনুলের ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি, এই বছরে যা তার চতুর্থ। এই বছর সবচেয়ে বেশি সেঞ্চুরি ছিল বিরাট কোহলির (চারটি), মুমিনুল ছুঁয়ে ফেললেন তাকে। আর কোনো ব্যাটসম্যানের এই বছর তিনটি সেঞ্চুরিও নেই। অন্যদিকে সবশুদ্ধ টেস্ট ক্যারিয়ারে আটটি সেঞ্চুরি হয়ে গেল। বাংলাদেশের হয়ে যে রেকর্ডটি তামিম ইকবালের।

টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করছে গাজী টিভি। আর অনলাইনে ম্যাচটি সম্প্রচার করছে র‌্যাবিটহোলবিডি

ভিডিওতে দেখে নিন মুমিনুলের সেঞ্চুরির হাইলাইটস:

সারাবাংলা/এসএন

টেস্ট মুমিনুল হক সেঞ্চুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর