Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবাহনীর হ্যাটট্রিক না কিংসের প্রথম?


২২ নভেম্বর ২০১৮ ১৮:৩৫ | আপডেট: ২২ নভেম্বর ২০১৮ ১৮:৩৭

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: দেশের ফুটবলে গত এক দশকের সবচেয়ে ধারাবাহিক দল ঢাকা আবাহনী। লিগ কিংবা ফেডারেশন কাপে মোহামেডানের পর সবচেয়ে সফল আর আধিপত্য বজায় রাখার দলের নাম আবাহনী। এবার টক্কর দেয়ার জন্য বলে কয়ে মাঠে নেমেছে বসুন্ধরা কিংস। সব ট্রিফ জেতার টার্গেট নিয়ে চ্যাম্পিয়নশিপ থেকে দেশের সর্বোচ্চ পর্যায়ে প্রথমবার পা রাখা কিংস তাদের টার্গেটের খুব কাছাকাছি চলে এসেছে।

এক ঝাঁক তারকা দলে ভেড়িয়ে এই মৌসুমের প্রথম জায়ান্ট টুর্নামেন্ট ফেড কাপের ফাইনালে। শিরোপা থেকে শুধু এক ধাপ পেছনে দুই দল। জিতলে প্রথমবারই শিরোপা ঘরে তুলতে পারবে। তবে সেজন্য দেশের জায়ান্ট দল আবাহনীকে হারাতে হবে। যারা টানা তৃতীয়বার শিরোপা ঘরে তোলার হাতছানি নিয়ে আছে।

কার হাতে শিরোপা?

আবাহনীর প্রশিক্ষক ও অধিনায়ক জানান, আমরা ফাইনালে ভাল খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হবো এবং টানা তৃতীয় বারের মত হ্যাট্রিক চ্যাম্পিয়ন হবো। টুর্নামেন্টে দল হিসেবে আমরাই ফেভারিট, আমাদের দলের সেরা খেলোয়াড় সানডে ভাল খেললে ফলাফল আমাদের অনুকুলে থাকবে।

ছেড়ে দেবেনা বসুন্ধুরা কিংস। দলের প্রশিক্ষক ও খেলোয়াড়রা জানান, আমরা প্রথমবার এসে ফাইনালে খেলছি। সেরা খেলাটি উপহার দিয়ে আমরা চ্যাম্পিয়ন হবো। যদিও আবাহনী প্রতিপক্ষ হিসেবে বড় দল।

দলবদলের পরপরই ফেডারেশন কাপ টুর্নামেন্ট। দেশের ঘরোয়া ফুটবলের এই মর্যাদার আসরটিকে প্রায় সব দলই বেছে নেন লিগ প্রস্তুতির টুর্নামেন্ট হিসেবে। তবে, এবার গা গরমের সুযোগ ছিল না। মাথায় লক্ষ্য বেঁধেই মাঠে নামতে হয়েছে এএফসির লড়াইয়ে। ক্লাব পর্যায়ে এশিয়ান পর্যায়ে অন্যতম সর্বোচ্চ চ্যাম্পিয়নশিপে অংশের দৌড়ে তাই দেশের সব ফুটবলার-কর্মকর্তার চোখ ফেড কাপে।

বিজ্ঞাপন

২৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের মর্ম তাই অন্যরকম। চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পাওয়া মানেই যে এএফসির টিকিট। যদিও এবার চারটি দল এএফসির লাইসেন্সিংয়ের শর্ত পূরণ করেছে। দলগুলো হলো- ঢাকা আবাহনী, শেখ রাসেল, সাইফ স্পোর্টিং ক্লাব ও নবাগত বসুন্ধরা কিংস।

এদের মধ্যে সাইফ বাদ পড়েছে কোয়ার্টারে আর শেখ রাসেল সেমি ফাইনালে। হাতে থাকে কিংস আর ঢাকা আবাহনী।

কার হাতে উঠবে এএফসির টিকিট?

প্রতিবেশি দেশেও যেখানে দুই-তিনটি দল এএফসির টিকেট পায় সেখানে বাংলাদেশের একটি ক্লাব এই সুযোগ পাচ্ছে কেন? আসলে এএফসি বা অন্য দেশগুলোর ক্লাব ফুটবলের সঙ্গে তাল মেলাতে পারছে না বাংলাদেশ। মৌসুমের নির্দিষ্ট কোন শিডিউল নেই। নেই কোন নির্দিষ্ট সূচি। ১১ বছর আগে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবার হওয়ার কথা ছিল দ্বাদশ আসর। কিন্তু হচ্ছে একাদশ। তাও পিছিয়ে গেছে নির্বাচন ডামাডোলে। আসরের এমন গোলমেলের মারপেচে এএফসির সূচির সঙ্গে তালগোল হয়ে গেছে।

গেল এএফসি কাপেই যেখানে প্রত্যেক দেশের ২০১৬-১৭ মৌসুমের চ্যাম্পিয়নরা অংশ নিয়েছে সেখানে আবাহনী খেলেছে ২০১৭-১৮ চ্যাম্পিয়ন হিসেবে। তার উপর জানুয়রিতে লিগ শেষ হয়ে যাওয়ার পর মার্চে আকাশী-নীলদের খেলতে হয়েছে এএফসি কাপ। স্বাভাবিকভাবেই তারা ২০১৯ আসরে সুযোগ পাচ্ছে না। এর আগে একাদশ আসরের লিগও শেষ হবে না। তাই ‘অনিচ্ছা শর্তেও’ ফেড কাপকে স্লট করতে হচ্ছে বাফুফেকে।

এএফসি লড়াইয়ে তাই ফেড কাপে টিকে থাকলো ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংস। প্রথম সেমি ফাইনালে শেখ জামালকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ঢাকা আবাহনী ও শেখ রাসেলকে নাটকীয়ভাবে ১-০ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে বসুন্ধরা কিংস। চ্যাম্পিয়ন দলের হাতেই উঠছে এএফসির টিকিট। ফাইনালে ওঠা দুই দলই মৌসুম দলবদলের সময় এএফসি চোখ করেছিল। তাই দুই দলই চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে মাঠে নামবে।

বিজ্ঞাপন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২৩ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় হবে ফাইনালটি। এই ম্যাচের ভাগ্যই এএফসির টিকিট নিশ্চিতের সময়। কার হাতে টিকিটটা উঠবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হাতে নাকি নবাগত তারকারাজির দলে?

সারাবাংলা/জেএইচ/এসএন

ঢাকা আবাহনী বসুন্ধুরা কিংস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর