Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিসিএলে অপরাজিত তিন সেঞ্চুরির দিন


২১ নভেম্বর ২০১৮ ১৭:২৬

।। স্পোর্টস ডেস্ক ।।

মাঠে গড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) নতুন মৌসুম। যেখানে ভিন্ন দুই ম্যাচে হয়েছে তিনটি সেঞ্চুরি, তিনজনই সেঞ্চুরি হাঁকিয়ে অপরাজিত থাকেন। সেঞ্চুরি পেয়েছেন নাঈম ইসলাম, জহুরুল ইসলাম এবং আবদুল মজিদ।

বিসিএলের এই আসরের প্রথম ম্যাচে রাজশাহীতে মুখোমুখি হয় নর্থ জোন-ইস্ট জোন। আর সিলেটে মুখোমুখি হয় সাউথ জোন-সেন্ট্রাল জোন। রাজশাহীতে ম্যাচের প্রথম দিন শেষে স্বস্তিতে আছে নর্থ জোন। আর সাউথ জোন-সেন্ট্রাল জোনের ম্যাচটিতে কাউকে এগিয়ে রাখা যাচ্ছে না প্রথম দিন শেষে।

বুধবার (২১ নভেম্বর) রাজশাহীতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা নর্থ জোন দিন শেষে ২ উইকেট হারিয়ে তুলেছে ৩৩৫ রান। আর সিলেটে সাউথ জোনের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে সেন্ট্রাল জোন সবকটি উইকেট হারিয়ে তুলেছে ২৮২ রান। দিন শেষে নিজেদের ইনিংসে বিনা উইকেটে সেন্ট্রাল জোন করেছে ২৯ রান। ২৫৩ রানে পিছিয়ে থেকে সবকটি উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিন ব্যাটিংয়ে নামবে সেন্ট্রাল জোন।

রাজশাহীতে নর্থ জোনের ওপেনার জুনায়েদ সিদ্দিকী ব্যক্তিগত ২৮ রানে বিদায় নেন। আরেক ওপেনার মিজানুর রহমান ৬৩ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন। দলীয় ১০০ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আউট হন ফরহাদ হোসেন (১২)। এরপর আর কোনো উইকেট হারায়নি নর্থ জোন। স্কোরবোর্ডে আরও ২৩৫ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন নাঈম ইসলাম এবং অধিনায়ক জহুরুল ইসলাম। নাঈম ১৩টি বাউন্ডারি আর একটি ওভার বাউন্ডারিতে ১৭৭ বলে ১১১ রান করে অপরাজিত আছেন। আর জহুরুল ১৫৭ বলে ১৪টি চারের সাহায্যে ১০০ রান করে অপরাজিত থাকেন।

ইস্ট জোনের পেসার আবু জায়েদ রাহি এবং হাসান মাহমুদ একটি করে উইকেট পান। কোনো উইকেট পাননি ফরহাদ রেজা, মোহাম্মদ সাইফুদ্দিন, এনামুল হক জুনিয়র, আফিফ হোসেন এবং শামসুর রহমান।

বিজ্ঞাপন

এদিকে, সিলেটে শুরু থেকেই উইকেট হারাতে থাকে সেন্ট্রাল জোন। দলীয় ৭৩ রানের মাথায় টপঅর্ডারের ছয় ব্যাটসম্যানকে হারায় দলটি। তবে, স্রোতের বিপরীতে ৩২৫ মিনিট ব্যাট করেছেন আবদুল মজিদ। ২১৯ বল মোকাবেলা করে ১৩টি চার আর ৫টি ছক্কায় তিনি ১৪১ রান করে অপরাজিত থাকেন। এর আগে লিটন দাস ০, সাইফ হাসান ০, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৩, মার্শাল আইয়ুব ৪, শুভাগত হোম ১১, তাইবুর রহমান ৩, রবিউল হক ০ রান করেন।

শেষ দিকের ব্যাটসম্যানদের নিয়ে ইনিংস গোছান আবদুল মজিদ। মোশাররফ হোসেন ১৯, আবু হায়দার রনি ১৩ আর ১১ নম্বরে নামা শহিদুল ইসলাম করেন ৫৮ রান। শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে শহিদুল ৭৫ বলে আটটি চার আর দুটি ছক্কা হাঁকান। সাউথ জোনের হয়ে আল আমিন হোসেন এবং আবদুর রাজ্জাক তিনটি করে উইকেট তুলে নেন। দুটি উইকেট পান রুবেল হোসেন। আর একটি করে উইকেট নেন শফিউল ইসলাম এবং মেহেদি হাসান।

ব্যাটিংয়ে নেমে সাউথ জোনের ওপেনার শাহরিয়ার নাফিস ১৫ এবং এনামুল হক বিজয় ৯ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় দিন শুরু করবেন তারা।

সারাবাংলা/এমআরপি

নাঈম বিসিএল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর