‘ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হবে বেশি চ্যালেঞ্জিং’
২১ নভেম্বর ২০১৮ ১৬:০৩ | আপডেট: ২১ নভেম্বর ২০১৮ ১৬:৪৩
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
মাত্রই জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটা শেষ হয়েছে। সেটির রেশ কাটতে না কাটতেই এবার নামতে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে। জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টেস্টটা জিতলেও সিরিজ ড্র টা স্বাগতিক বাংলাদেশের জন্য ছিল হতাশারই। বুধবার (২১ নভেম্বর) সংবাদ সম্মেলনে অধিনায়ক সাকিব আল হাসান বললেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হবে আরও বেশি চ্যালেঞ্জিং।
সর্বশেষ জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরটা দুঃস্বপ্নের মতো কেটেছিল বাংলাদেশের। অ্যান্টিগা টেস্টে ৪৩ রানে অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ, দুই টেস্টেই হারতে হয়েছিল। নিজেদের মাঠে খেলা বলে এবার বাংলাদেশ চাইবে তা ফিরিয়ে দিতে। সাকিব মনে করছেন, এবারের সিরিজটা হবে আরও বেশি চ্যালেঞ্জিং, ‘হ্যাঁ অবশ্যই একটু বেশি চ্যালেঞ্জিং। যদিও আমরা জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে খুব ভালো করিনি। উইন্ডিজদের বিপক্ষে এর থেকে বেশি চ্যালেঞ্জিং হবে, এইটুক আমি ১০০% সিউর। সেটা বোলিং কিংবা ব্যাটিং, যেদিক থেকেই হোক, তিনটা দিকেই মনে হয় অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। তবে আমরা এমন চ্যালেঞ্জ নিতে অভ্যস্ত এটাও আমি মনে করি।’
অনেক দিন পর মিরপুরে এসে রান পেয়েছেন ব্যাটসম্যানরা। সাকিব চান, শুরুতে ব্যাট করে বড় একটা স্কোর গড়ার, ‘অবশ্যই আমাদের চেষ্টা থাকবে ভালো ব্যাটিং করার। টিম টোটালটা যেন ভালো অবস্থায় রাখতে পারি। হাইস্কোরিং ম্যাচ নাও হতে পারে। যদি মোটামুটি উইকেটও হয় তাহলে তিনশো প্লাস রান করতে পারলে খুবই ভালো। আর যদি আরও ভালো ব্যাটিং উইকেট হয় ৪০০-৫০০ যদি করা যায়, বিশেষ করে প্রথম ইনিংসে। এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ হবে প্রথম ইনিংসে। সবাই চেষ্টা করবে বড় ইনিংস করার সেটা ব্যক্তিগত দিক থেকে হোক আর দলীয় দিক থেকে হোক।’
চট্টগ্রামের উইকেট কেমন হবে, সেটি নিয়েও আছে অপেক্ষা। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে এখানে রান বন্যা হয়েছিল, ১৫০০র বেশি রান হয়েছিল পাঁচ দিনে। সাকিব মনে করছেন, এবার অন্যরকম কিছু হতে পারে, ‘আমার মনে হয় কিউরেটররা ভিন্ন কিছু করার চেষ্টা করছেন। উইকেট নিয়ে আসলে খুব বেশি কথা বলার নেই। দুই দলের সমান সুযোগ থাকবে। আমার কাছে দেখে (এখন পর্যন্ত) মনে হচ্ছে উইকেটে বল ঘুরতে পারে। আসলে দেখে খুব একটা প্রেডিকট করা যায় না। যতদিন যায় অনেক সময় আস্তে আস্তে আরও ভালো হতে থাকে উইকেট। আশা করি তেমন কিছু হবে না। ভালো একটা টেস্ট ম্যাচ খেলার জন্য যেমন উইকেট দরকার তেমন উইকেটই হবে।’
সারাবাংলা/এএম/এমআরপি