Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় দলে মেসিকে সবাই চাইছে: দিবালা


২০ নভেম্বর ২০১৮ ১৬:২৩ | আপডেট: ২০ নভেম্বর ২০১৮ ১৬:২৪

।। স্পোর্টস ডেস্ক ।।

রাশিয়া বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়ার পর থেকেই আর্জেন্টিনা জাতীয় দলের অধিনায়ক লিওনেল মেসি অনুপস্থিত। বার্সেলোনার এই দলপতিকে যত দ্রুত সম্ভব জাতীয় দলে চাইছেন স্বদেশী সতীর্থরা-এমনটি জানালেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। তবে, ঠিক কবে জাতীয় দলের জার্সিতে মেসি ফিরবেন জানা নেই কারো।

কদিন আগে মেক্সিকোর বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে আর্জেন্টিনা। স্বাগতিক হিসেবে খেলতে নেমে ২-০ গোলে জিতেছে লিওনেল স্কালোনির শিষ্যরা। মেসিকে ছাড়াই খেলতে নেমেছিল আর্জেন্টিনা। দলে ছিলেন না ডি মারিয়া, সার্জিও আগুয়েরো, হিগুয়েনদের মতো তারকারা। তারপরও জিততে সমস্যা হয়নি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। বিশ্বকাপের পর দায়িত্ব পাওয়া ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনির অধীনে পাঁচ ম্যাচে এটি আর্জেন্টিনার তৃতীয় জয়।

করদোবায় অনুষ্ঠিত সেই ম্যাচে দলের হয়ে একটি গোল করেন রামিরো ফুনেস মোরি। বাকি গোলটি আত্মঘাতী। অথচ, সুযোগ পেলেও বার বার স্কোর করতে ব্যর্থ হচ্ছেন জুভেন্টাসের সেরা তারকা পাওলো দিবালা। ম্যাচে ঘরের ছেলে হয়ে জাতীয় দলের জার্সিতে খেলতে নেমেও স্কোর করতে পারেননি তিনি। ২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হলেও ১৭ ম্যাচ খেলেও জালের দেখা পাননি মেসির পজিশনে খেলা দিবালা। ওদিকে, নিজেকে প্রমাণে ব্যর্থ হয়েছেন ২০১৫ সালে জাতীয় দলে অভিষেক হওয়া মাউরো ইকার্দি। জাতীয় দলে ৮ ম্যাচ খেলা ইকার্দির নামের পাশেও কোনো গোল নেই। ব্রাজিলে আগামী বছর বসতে যাওয়া কোপা আমেরিকার টুর্নামেন্টের আগে মেসি-আগুয়েরোর অভাব দিবালা-ইকার্দিরা তেমন একটা পূরণ করতে পারছেন না।

বিজ্ঞাপন

এতোসব ব্যাখ্যা না করে দিবালা সংবাদমাধ্যমে জানান, আমরা সবাই মেসির অপেক্ষায় আছি। তাকে আবারো জাতীয় দলের জার্সিতে দেখতে চাই, সেটা যত দ্রুত সম্ভব। আমরা সবাই জানি জাতীয় দলে তার গুরুত্ব কতখানি। কিন্তু এটা পুরোপুরিই মেসির ব্যক্তিগত সিদ্ধান্ত ঠিক কবে ফিরবেন। তার উপরই সব নির্ভর করছে। সিনিয়রদের ছাড়া আমরা তরুণরা নিজেদের গুছিয়ে নিয়েছি। মানুষের সমর্থন প্রয়োজন।

বুধবার সকাল ছয়টায় দ্বিতীয় প্রীতি ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামবে মেক্সিকো।

সারাবাংলা/এমআরপি

আর্জেন্টিনা দিবালা মেসি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর