Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্বকাপের আয়োজক হতে চায় স্পেন


২০ নভেম্বর ২০১৮ ১৪:৪৪

।। স্পোর্টস ডেস্ক ।।

স্পেন এর আগেও একবার পর্তুগালের সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের আয়োজক হতে চেয়েছিল। কিন্তু, নিলামে দুই দেশকে হারিয়ে গত বিশ্বকাপের আয়োজক হয়েছিল রাশিয়া। আবারো পর্তুগালকে সঙ্গী করে স্পেন বিশ্বকাপ আয়োজন করতে চাইছে। এবার শুধু পর্তুগাল নয়, প্রতিবেশী দেশ মরক্কোকেও সাথী হিসেবে চেয়েছে স্পেন। সেটি ২০৩০ বিশ্বকাপ আসর।

২০৩০ সালের বিশ্বকাপ ফুটবল আয়োজক হতে এমন আগ্রহের কথা জানিয়েছেন স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। মরক্কোর রাজধানী রাবাত সফরকালে তিনি এ নিয়ে কথা বলেছেন মরক্কো প্রধানমন্ত্রী আল ওথমানি ও রাজা মোহাম্মদের সঙ্গে।

এ প্রসঙ্গে সানচেজ জানান, ‘আমি মরক্কো সরকারের সঙ্গে এই যৌথ আয়োজনের প্রস্তাবটি রেখেছি। যাতে করে ২০৩০ বিশ্বকাপ আয়োজক হতে পারে স্পেন, পর্তুগাল ও মরক্কো। আমরা একসঙ্গে কাজ করবো। এর জন্য দরকার পূর্ব প্রস্তুতি। মরক্কো সরকার আমার প্রস্তাব গ্রহণ করেছে। এবার পর্তুগিজ সরকারের সঙ্গে আমাদের বসা দরকার। আমরা তিন দেশই এটা নিয়ে কাজ করতে আগ্রহী।’

এর আগে ১৯৮২ সালে সবশেষ বিশ্বকাপের আয়োজক দেশ ছিল স্পেন। পর্তুগাল অবশ্য এর আগে কখনও বিশ্বকাপ আয়োজন করেনি। তবে, ২০০৪ সালে তারা ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক হয়েছিল। যেই আসরে গ্রিসের কাছে ফাইনালে হেরে শিরোপা খুঁইয়েছিল পর্তুগিজরা। আর মরক্কো ২০২৬ বিশ্বকাপের আয়োজক হতে চাইলেও সেই বিশ্বকাপে যৌথভাবে আয়োজক হয়েছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

১৯৮২ স্পেন বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। তৃতীয়বারের মতো শিরোপা জিততে ফাইনালে তারা হারায় পশ্চিম জার্মানিকে। তৃতীয় স্থান পেয়েছিল পোল্যান্ড আর চতুর্থ হয়ে আসর শেষ করেছিল ফ্রান্স। সেবার ২৪ দেশ নিয়ে আয়োজিত আসরে স্পেনের ১৪টি ভিন্ন শহরে ১৭টি ভেন্যুতে খেলাগুলো অনুষ্ঠিত হয়। মোট ৫২টি ম্যাচ হয়েছিল স্পেন বিশ্বকাপে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমআরপি

বিশ্বকাপ স্পেন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর