Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতের বিপক্ষে ৪-০ তে সিরিজ জিতবে অস্ট্রেলিয়া’


১৯ নভেম্বর ২০১৮ ১৫:২৪

।। স্পোর্টস ডেস্ক ।।

বল টেম্পারিং কান্ডে জড়িত থাকায় নিষেধাজ্ঞা পেয়ে অস্ট্রেলিয়া দলের বাইরে আছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বছরের শুরুর দিকে তিন ক্রিকেটার নিষিদ্ধ হওয়ার পর থেকে সময় ভালো যাচ্ছে না অজিদের। তবে ভারতের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে অজিরা ৪-০ তে সিরিজ জিতবে বলে মনে করছেন কিংবদন্তি পেসার গ্লেন মেকগ্রা।

ওয়ার্নার, স্মিথদের ছাড়া এই সিরিজ ভারতের জন্য সহজ হবে বলেই মনে করছেন অনেকেই। তবে সে কথা উড়িয়ে দিয়েই এই সিরিজে অজিদেরকে এগিয়ে রাখছেন ম্যাকগ্রা, ‘স্টিভ স্মিথও ডেভিড ওয়ার্নারের জায়গা পূরণ করা সম্ভব নয়। তবে তরুণ ব্যাটসম্যানদের জন্য এটা বড় সুযোগ। তারা ভালো পারফরম্যান্স করতে পারলে অস্ট্রেলিয়া দলে নিজেদের জায়গা ধরে রাখতে পারবে। দারুণ একটা সিরিজ হতে চলেছে, তবে আমি মনে করি অস্ট্রেলিয়ার এই সিরিজে ৪-০ তে জেতার সুযোগ আছে।’

তবে সিরিজ জয়ের জন্য যে অনেক ভালো খেলতে হবে, সেটাই মনে করিয়ে দিলেন অজি এই কিংবদন্তি, ‘স্মিথ-ওয়ার্নার ছাড়া এই সিরিজটা কঠিন হবে। তাই সিরিজ জিততে অস্ট্রেলিয়াকে অনেক, অনেক ভালো খেলতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের আগে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ব্রিসবেনে ২১ নভেম্বরের (বুধবার) ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এরপর ৬ ডিসেম্বর থেকে শুরু হবে চার ম্যাচ টেস্ট সিরিজ। অস্ট্রেলিয়ায় এর আগে কখনোই টেস্ট সিরিজ জেতেনি ভারত। তাই এই টেস্টের দিকে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের।

টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর