Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জোকোভিচকে হারিয়ে এটিপি শিরোপা জেভরেভের


১৯ নভেম্বর ২০১৮ ১৩:৩৮

।। স্পোর্টস ডেস্ক ।।

লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের গ্রুপ পর্বে জার্মান তারকা অ্যালেক্সান্ডার জেভরেভকে ৬-৪, ৬-১ গেমে হারান সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ। ফাইনালে সেই জেভরেভকেই পেলেন প্রতিপক্ষ হিসেবে। তবে শিরোপার লড়াইয়ে জেভরেভের কাছেই হারতে হয়েছে জোকোভিচকে।

সোমবার (১৯ নভেম্বর) আসরের ফাইনালে জোকোভিচের বিপক্ষে মাঠে নামেন জেভরেভ। শিরোপার লড়াই ৭৯ মিনিট লড়াই করেন জার্মান এই তারকা। শেষ পর্যন্ত জোকোভিচকে ৬-৪, ৬-৩ গেমে হারিয়ে শিরোপা জিতে নেন জেভরেভ।

এর আগে সেমিফাইনালে কেভিন অ্যান্ডারসনকে ৬-২, ৬-২ গেমে হারিয়ে বছরে সপ্তমবারের মতো টুর্নামেন্টের ফাইনালে ওঠেন জোকোভিচ। গ্রুপ পর্বে জেভরেভকেই হারান জোকোভিচ। তাই সুযোগ ছিল শিরোপা জয়ের। অন্যদিকে, সেমিতে ফেদেরারকে হারিয়েই ফাইনালে জায়গা করে নেন জেভরেভ। তবে শিরোপার লড়াইয়ে জোকোভিচকে সুযোগ দেননি জেভরেভ। ফাইনালে উঠে শিরোপাটা নিজের করে নিলেন জার্মান এই তারকা।

সারাবাংলা/এসএন

অ্যালেক্সান্ডার জেভরেভ টেনিস নোভাক জোকোভিচ

বিজ্ঞাপন

জাজিরা থানার ওসির মরদেহ উদ্ধার
৯ জানুয়ারি ২০২৫ ২১:৫৯

৪২২ উপজেলায় ৩০ টাকায় মিলবে চাল 
৯ জানুয়ারি ২০২৫ ২১:২৯

আরো

সম্পর্কিত খবর