Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এটিপি ওয়ার্ল্ড ট্যুরের ফাইনালে জোকোভিচ


১৮ নভেম্বর ২০১৮ ১৩:১৪

।। স্পোর্টস ডেস্ক ।।

লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের সেমিফাইনালে জয় তুলে আসরের ফাইনালে পৌঁছে গেলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। রোববার (১৮ নভেম্বর) সেমিতে দক্ষিণ আফ্রিকার কেভিন অ্যান্ডারসনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ।

অ্যান্ডারসনের বিপক্ষে খেলতে নেমে ১ ঘণ্টা ১৬ মিনিট সময় নিয়ে ৬-২, ৬-২ গেমে জয় তুলে নেন বিশ্ব র‍্যাংকিংয়ে এক নম্বরে থাকা জোকোভিচ। তাতেই বছরের সপ্তম ফাইনালে পৌঁছে যান এই সার্বিয়ান তারকা।

সোমবার (১৯ নভেম্বর) এটিপির ফাইনালে জার্মান তারকা অ্যালেক্সান্ডার জেভরেভকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন জোকোভিচ।

এর আগে গ্রুপ পর্বে জেভরেভকে ৬-৪, ৬-১ গেমে হারান জোকোভিচ। তবে সেমিতে ফেদেরারকে হারিয়েই ফাইনালে জায়গা করে নেন জার্মান এই তারকা।

সারাবাংলা/এসএন

টেনিস নোভাক জোকোভিচ লন্ডনে এটিপি ওয়ার্ল্ড ট্যুর