বিসিএলে দল পেলেন না আশরাফুল
১৮ নভেম্বর ২০১৮ ১১:৩১ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১১:৩৩
স্পেশাল করেসপন্ডেন্ট।।
এই বছরও খেলেছিলেন বিসিএলে, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে দুইটি ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন। তেমন কিছু করতে পারেননি অবশ্য, দুইটি ম্যাচ খেলে দুই অংক ছুঁয়েও আউট হয়ে গেছেন ২০ রানের নিচে। এবার বিসিএলে শেষ পর্যন্ত দলই পেলেন না আশরাফুল। বিসিএলে এবার দল পাননি অলক কাপালিও।
এবার অনেকটা নতুন পদ্ধতিতেই হয়েছে বিসিএল। চারটি জোন ছয়জন করে খেলোয়াড় ধরে রাখতে পেরেছিল। বাকিদের ডাকা হয়েছে ওপেন ড্রাফটের মাধ্যমে। অনেকেরই তাই গত বারের দল বদলে গেছে। শাহরিয়ার নাফীস যেমন চলে এসেছেন দক্ষিণাঞ্চলে, আরও অনেকেরই বদলে গেছে দল।
ওয়ালটন মধ্যাঞ্চল : সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শুভাগত হোম, তাইবুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মার্শাল আইয়ুব, নাজমুল হোসেন শান্ত, রবিউল হক, আব্দুল মজিদ, শহীদুল ইসলাম, জাকের আলী, আরাফাত সানী, মোসাদ্দেক হোসেন, সালাউদ্দিন শাকিল, সাইফ হাসান, শরীফউল্লাহ, ইয়াসিন আরাফাত, লিটন দাস, জাবিদ হোসেন এবং তাসকিন আহমেদ।
প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল : তুষার ইমরান, এনামুল হক বিজয়, শাহরিয়ার নাফিস, আল-আমিন হোসেন, কাজী নুরুল হাসান, আব্দুর রাজ্জাক, শফিউল ইসলাম, রকিবুল হাসান, কামরুল হাসান রাব্বী, আল-আমিন, নাহিদুল ইসলাম, ফজলে মাহমুদ, মেহেদী হাসান, সাজেদুল ইসলাম, মনির হোসেন, সালমান হোসেন, দেলোয়াড় হোসেন, সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন এবং মেহেদী মারুফ।
ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল: মোহাম্মদ সাইফউদ্দিন, মুমিনুল হক, খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী, জাকির হাসান, আফিফ হোসেন, ফরহাদ রেজা, রনি তালুকদার, শামসুর রহমান, ইয়াসির আলী, তাসামুল হক, এনামুল হক জুনিয়র, হাসান মাহমুদ, মাহিদুল ইসলাম অঙ্কন, মাহমুদুল হাসান, সাদিকুর রহমান, ইরফান হোসেন, তাইজুল ইসলাম, নাঈম হাসান এবং ইমরুল কায়েস।
বিসিবি উত্তরাঞ্চল: জহুরুল ইসলাম অমি, জুনায়েদ সিদ্দীক, ফরহাদ হোসেন, নাঈম ইসলাম, শুভাশিষ রায়, মিজানুর রহমান, সানজামুল ইসলাম, জিয়াউর রহমান, শরীফুল ইসলাম, সাব্বির রহমান, ধীমান ঘোষ, তানবীর হায়দার, সোহাগ গাজী, মোহর শেখ, ইবাদত হোসেন, তানবীর ইসলাম, মুক্তার আলী, আরিফুল হক এবং তৌহিদ হৃদয়।
সারাবাংলা/এএম/এসএন