Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নেশন্স লিগের সেমিফাইনালে পর্তুগাল


১৮ নভেম্বর ২০১৮ ১১:০৯ | আপডেট: ১৮ নভেম্বর ২০১৮ ১১:২২

।। স্পোর্টস ডেস্ক ।।

উয়েফা নেশন্স লিগে ঘরের মাঠে প্রথম লেগে ইতালিকে ১-০ গোলে হারিয়েছিল পর্তুগাল। শনিবার (১৭ নভেম্বর) ফিরতি লেগে ড্র করে সেমি নিশ্চিত করেছে ক্রিস্টিয়ানো রোনালদো বিহীন পর্তুগাল।

এই ম্যাচে ইতালির জার্সিতে সপ্তম খেলোয়াড় হিসেবে শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন ডিফেন্ডার জর্জিও কিয়েলিনি। ঘরের মাঠ সান সিরোয় ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়েছে স্বাগতিক ইতালি। তবে পর্তুগালের রক্ষণভাগের দারুণ নৈপুণ্যে গোলের দেখা পায়নি তারা। অন্যদিকে, রোনালদোকে ছাড়া এই ম্যাচে তেমন কোনো আক্রমণ করতে পারেনি পর্তুগিজরাও।

এই ম্যাচে ড্র করে গ্রুপের শীর্ষে উঠে গেল পর্তুগাল। ৩ ম্যাচে ২টি জয় ও ১টি ড্র তে ৭ পয়েন্ট নিয়ে লিগের সেমি নিশ্চিত করেছে তারা। আর ৪ ম্যাচে ১টি জয়, ২টি ড্র এবং ১টি হারে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ইতালি। অন্যদিকে, তিন ম্যাচে ১টি ড্র ও ২টি হারে ১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে পোল্যান্ড। মঙ্গলবার (২০ নভেম্বর) পোল্যান্ডের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ খেলবে পর্তুগাল।

সারাবাংলা/এসএন

ইতালি নেশন্স লিগ পর্তুগাল

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর