Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে শিশুদের সঙ্গে তাসকিনদের একদিন


১৭ নভেম্বর ২০১৮ ১৬:৩৬

স্টাফ করেসপন্ডেন্ট ।।

মিরপুর স্টেডিয়ামের গ্র্যান্ড স্টান্ডে শনিবার (১৭ নভেম্বর) ঢুকতেই একটু চমকে যেতে হয়। নীল জার্সি পরা একঝাঁক শিশু কিশোরে কলকল করছে গ্র্যান্ড স্টান্ড। ওদিকে তাসকিন আহমেদ, হাবিবুল বাশার, হান্নান সরকারদের আবার ভাগ্যবান কিছু শিশু পেয়ে গেছে নিজেদের সতীর্থ হিসেবে। ২০ নভেম্বর বিশ্ব শিশু দিবস উপলক্ষে আজ (শনিবার) শের-ই-বাংলা স্টেডিয়ামে ১০ ম্যাচ ওভারের ম্যাচে অংশ নিয়েছিলেন জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকারাও।

বিজ্ঞাপন

এই উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহযোগিতায় ইউনিসেফ বাংলাদেশ একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করে, যেখানে জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের গ্যালারিতে কয়েক হাজার শিশু দর্শকের উল্লাসের মাঝে ইউনিসেফের সহযোগী বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাক, অপরাজেয় বাংলা ও সুরভীর সুবিধাবঞ্চিত শিশু ও কিশোর-কিশোরীরা রোমাঞ্চকর এই ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেয়।

ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি এডুয়ার্ড বেগবেদার বলেন, ‘এই ধরনের পেশাদার ও সফল ক্রিকেটাদের সঙ্গে একই কাতারে সামিল হয়ে খেলার যে সাহস এই শিশুরা দেখিয়েছে তা পরিষ্কারভাবে এই দেশকে সব শিশুর জন্য উপযোগী করে গড়ে তুলতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং দেশকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তাদের মধ্যে থাকা সম্ভাবনারই প্রমাণ।’

বন্ধুত্বপূর্ণ এই ক্রিকেট ম্যাচে অন্যদের মধ্যে খেলেন সাবেক বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক হাবিবুল বাশার, সাবেক জাতীয় ক্রিকেটার হান্নান সরকার, জাতীয় দলের খেলোয়াড় তাসকিন আহমেদ, জাতীয় নারী ক্রিকেট দলের সদস্য সুরাইয়া আজমিন এবং উভয় দলেই একদল কিশোর-কিশোরী তাদের সঙ্গে খেলায় অংশ নেয়।

বিজ্ঞাপন

‘বিশ্ব শিশু দিবস’ হচ্ছে ‘শিশুদের জন্য এবং শিশুদের দ্বারা’ ইউনিসেফের বার্ষিক বৈশ্বিক কার্যক্রমের দিন। এ বছর পুরো বিশ্ব একত্রিত হবে এমন একটি পৃথিবী গড়ে তোলার জন্য যেখনে প্রতিটি শিশু স্কুলে যাবে, ক্ষতির হাত থেকে নিরাপদ থাকবে এবং তাদের সম্ভাবনার বিকাশ ঘটাতে পারবে।

সারাবাংলা/এএম/এসএন

তাসকিন আহমেদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর