আমার রেকর্ড ভাঙবে হ্যারি কেইন: ওয়েইন রুনি
১৭ নভেম্বর ২০১৮ ১৫:৫৩ | আপডেট: ১৭ নভেম্বর ২০১৮ ১৫:৫৫
।। স্পোর্টস ডেস্ক ।।
ওয়েম্বলিতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়েই ইংল্যান্ডের জার্সিতে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলেন ইংল্যান্ডের সর্বকালের সেরা গোলদাতা ওয়েইন রুনি। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) সেই ম্যাচে বিদায়ী এই কিংবদন্তিকে ৩-০ গোলের জয় দেয় তার সতীর্থরা। ম্যাচ শেষে রুনি বলেন, তার রেকর্ড ভাঙবেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন।
ক্যারিয়ারের শেষ ম্যাচের প্রথমার্ধে মাঠে ছিলেন না রুনি। বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে লিনগার্ডের বদলি হিসেবে মাঠে নামেন রুনি। আর তখনই তাকে অধিনায়কের আর্মব্যান্ড বেঁধে দেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।
২০০৩ সালে ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয় রুনির। সবমিলিয়ে ১২০ ম্যাচ খেলে রেকর্ড ৫৩টি গোল করেন তিনি। বৃহস্পতিবার দেশের জার্সিতে ১২০তম ম্যাচে মাঠে নেমে ৩৩ মিনিট খেলেছেন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। তবে শেষ ম্যাচে কোনো বল জালে জড়াতে পারেননি তিনি।
রুনির ক্যারিয়ারের শেষ ম্যাচে ইংল্যান্ডের হয়ে গোল করেন জেসে লিনগার্ড, ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ক্যালাম উইলসন।
ম্যাচ শেষে রুনি বলেন, ‘খেলা শুরু হওয়ার আগে আমি হ্যারি কেইনকে বলেছিলাম, তুমিই আমাকে শেষ ম্যাচের স্মারকটা দিও। কারণ আমি বিশ্বাস করি, দেশের হয়ে আমার সর্বোচ্চ গোল করার রেকর্ডটা সে-ই ভাঙতে পারবে।’
এ নিয়ে ইংল্যান্ডের জার্সিতে ৩৪ ম্যাচে ১৯ গোল আছে ২৫ বছর বয়সি হ্যারি কেইনের।
সারাবাংলা/এসএন