Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুভেন্টাস ছাড়বেন না দিবালা


১৬ নভেম্বর ২০১৮ ১৮:০১ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১৮:০৫

।। স্পোর্টস ডেস্ক ।।

গুঞ্জন উঠেছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছেড়ে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেবেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। তবে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে দিবালা জানিয়েছেন, জুভিদের জার্সিতেই খেলতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি।

ক্রিস্টিয়ানো রোনালদো জুভেস্টাসে যাওয়ার পর থেকেই দারুণ মৌসুম পার করছেন জুভিরা। আক্রমনভাগে পর্তুগিজ স্ট্রাইকারের সঙ্গে দারুণ জুটি গড়ার ইচ্ছা দিবালার। তাই জানুয়ারি ট্রান্সফার উইন্ডো নিয়ে আপাতত ভাবছেন না আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

সংবাদমাধ্যমে জুভেন্টাস ছাড়ার গুঞ্জন ছড়ানোর পর দিবালা বলেন, ‘ট্রান্সফার মার্কেট নিয়ে আমার কোনো ভাবনা নেই। জুভেন্টাসেই আমি খুশি আছি এবং এখানে শিরোপা জয়ের দিকেই মনোযোগ দিচ্ছি।’

২০১৫ সালে জুভিদের জার্সি গায়ে জড়ান দিবালা। চলতি মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় ৬টি গোল আছে ২৫ বছর বয়সি এই আর্জেন্টাইনের। অন্যদিকে, চলতি মৌসুমে জুভেন্টাসের জার্সিতে নয় গোল করেছেন রোনালদো। পর্তুগিজ এই ফরোয়ার্ডের সঙ্গেই আক্রমনভাগে ভালো জুটি গড়তে চান দিবালা।

সারাবাংলা/এসএন

জুভেন্টাস পাওলো দিবালা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর