Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পেনের বিপক্ষে শ্বাসরুদ্ধকর জয় ক্রোয়েশিয়ার


১৬ নভেম্বর ২০১৮ ১৩:২৮ | আপডেট: ১৬ নভেম্বর ২০১৮ ১৩:৪১

।। স্পোর্টস ডেস্ক ।।

উয়েফা নেশন্স লিগের পরের রাউন্ডে যাওয়ার আশা টিকিয়ে রাখলো রাশিয়া বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) ঘরের মাঠে স্পেনের বিপক্ষে ৩-২ গোলের জয় পেয়েছে ক্রোয়াটরা।

তবে এর আগে নিজেদের প্রথম লেগে স্পেনের মাঠে ৬-০ গোলে বিধ্বস্ত হয় ক্রোয়েশিয়া। এবার ফিরতি লেগে জয় তুলে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রাখলো তারা।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোল পায়নি দু’দল। বিরতির পর মাঠে নেমে ম্যাচের ৫৪তম মিনিটে আন্দ্রেজ ক্রামারিচ গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। তবে দুই মিনিটের মধ্যেই দানি সেবালোচের গোল সমতায় ফেরে স্পেন। এরপর ৬৯তম মিনিটে টিন জেদভাজের গোলে আবারো এগিয়ে যায় ক্রোয়েশিয়া। এরপর ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতায় ফেরান স্পেন অধিনায়ক সার্জিও রামোস। তাতেই ২-২ গোলে নির্ধারিত সময় শেষ হয়।

তবে যোগ করা সময়ের শেষ দিকে টিন জেদভাজ গোল করে শ্বাসরুদ্ধকর জয় এনে দেন ক্রোয়েশিয়াকে (৩-২)।

লিগের শেষ ম্যাচে শনিবার (১৭ নভেম্বর) রাতে ইংল্যান্ডকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ক্রোয়েশিয়া। ইংলিশদের বিপক্ষে ম্যাচে জয় পেলেই রেলিগেশন এড়াতে পারবে ক্রোয়াটরা।

এ নিয়ে ৪ ম্যাচের ২টিতে জয় ও ২টিতে হেরে ৬ পয়েন্ট নিয়ে লিগ ‘এ’ এর গ্রুপ চারের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে স্পেন। আর তিন ম্যাচের ১টি জয়, ১টি ড্র ও ১টি হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে ইংল্যান্ড। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকা থেকে তৃতীয় স্থানে আছে ক্রোয়েশিয়া।

সারাবাংলা/এসএন

ক্রোয়েশিয়া স্পেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর