জিম্বাবুয়ের সবকটি উইকেট দেখুন ভিডিওতে
১৫ নভেম্বর ২০১৮ ২০:০৩ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ২০:০৫
।। স্পোর্টস ডেস্ক ।।
জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারের পর মিরপুরে শেষ টেস্টে ২১৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ। তাতেই ১-১ সমতায় শেষ হয়েছে দুই ম্যাচ টেস্ট সিরিজ।
এই টেস্টের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫২২ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। জবাবে ৩০৪ রানেই থামে জিম্বাবুয়ের ইনিংস।
এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাহমুদউল্লাহ’র সেঞ্চুরিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে টাইগাররা। জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২৪ রান তুলতেই অলআউট হয় সফরকারী জিম্বাবুয়ে।
শেষ দিনে ব্যাট করতে নেমে তাইজুল-মিরাজের দুর্দান্ত বোলিংয়ে সবকটি উইকেট হারায় জিম্বাবুয়ে। এই ইনিংসে ৫ উইকেট তোলেন মেহেদী হাসান মিরাজ। এছাড়াও তাইজুল ২টি ও মোস্তাফিজুর রহমান ১টি উইকেট পান।
টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করেছে গাজী টিভি। আর অনলাইনে ম্যাচটি সম্প্রচার করেছে র্যাবিটহোলবিডি।
ভিডিওতে দেখে নিন প্রথম ইনিংসে জিম্বাবুয়ের সবকটি উইকেট:
মিরাজের পাঁচ উইকেট দেখে নিন ভিডিওতে:
সারাবাংলা/এসএন