নতুনদের পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি সভাপতি
১৫ নভেম্বর ২০১৮ ১৮:০৫ | আপডেট: ১৫ নভেম্বর ২০১৮ ১৮:২১
।। স্পেশাল করেসপন্ডেন্ট।।
লাঞ্চের ঘন্টাখানেক পরেই শেষ হয়ে গেল খেলা, মিরপুর টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ। এরপরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেখানেই তিনি বললেন, এই সিরিজ জয়ের পরও তিনি পুরোপুরি খুশি নন। তবে নতুনদের পারফরম্যান্সে সন্তুষ্ট তিনি।
সিলেটে প্রথম টেস্ট হারলেও মিরপুর টেস্ট জিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। বিসিবি সভাপতির কন্ঠে ম্যাচ শেষে একটু আক্ষেপই শোনা গেল, ‘যদি বলেন তাহলে বলবো যে আমি পুরোপুরি খুশি না। কারণ প্রথম এবং এই টেস্টটি যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে আমরা ওপেনিংয়ে বেশ সংগ্রাম করেছি। ঐ সময়টায় দল বেশ চাপেই পড়ে গিয়েছিল। যাই হোক, প্রথম ইনিংসে মুশফিক অসাধারণ ব্যাটিং করেছে এবং পরবর্তীতে রিয়াদও শতক হাঁকিয়েছে। তবে মিরাজ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দুই ইনিংসেই মিরাজ একটি ভাল ভূমিকা রেখেছে। মিথুনও দ্বিতীয় ইনিংসে রান করেছে। সবমিলিয়ে আমি বলব যে ভাল হয়েছে কিন্তু আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে।’
টপ অর্ডারদের ব্যর্থতা নিয়েও মন্তব্য করেন বিসিবি সভাপতি, ‘এমন অবস্থা থাকলে যেটি হয় সেটা হল আপনার টপ অর্ডাররা ব্যর্থ হয় এবং তিনটি উইকেট পড়ে গেলে দল অনেকটাই চাপের মুখে পড়ে যায়। টপ অর্ডারে আমি শুধু ওপেনিংয়ের দুইজনের কথা বলছি না। আমরা এর আগের যে টেস্টটি খেলেছি সেখানে আমরা মুশফিক, রিয়াদের কাছ থেকেও রান পাইনি। এটিও আসলে অনেক শঙ্কার বিষয়। কারণ তামিম, সাকিবের অনুপস্থিতিতে যদি মুশফিক, রিয়াদ না রান করতে পারে তাহলে তো স্কোর হবেই না তা বোঝাই যাচ্ছিল। তবে সর্বোপরি এই টেস্টে যা ভালো লেগেছে সেটি হল মুশফিক এবং রিয়াদ রানে ফিরেছে।’
তবে নতুনদের পারফরম্যান্স নিয়ে তৃপ্ত বিসিবি সভাপতি, ‘আমাদের লিটন দাস অনেক ভাল করছে। সৌম্য সরকার একটি ম্যাচে এসে দারুণ খেলে গিয়েছে আপনারা দেখেছেন ওয়ানডেতে। ইমরুলও ভালো খেলছে এশিয়া কাপ থেকে। মিথুনও ভালো করছে। আজকে (বৃহস্পতিবার) টেস্টেও সে ভালো ব্যাটিং করল। মিরাজ ভালো করছে, তাইজুলও ছিল আগে থেকে টেস্টে। সবমিলিয়ে আপনারা যদি দেখেন যে ওদের অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং সঠিক সময়ে তারা অবদান রাখতে পেরেছে বলেই কিন্তু আমরা অনেকগুলো ম্যাচ জিততে পেরেছি সর্বশেষ টেস্ট ম্যাচটি সহ। ওদের অবদান রাখাটা এটাই প্রমাণ করে যে আমাদের পাইপলাইনে খেলোয়াড় আছে। কিন্তু সাথে সাথে এটাও দেখবেন যে টি-টোয়েন্টি এবং ওয়ানডেতে লিটন, ইমরুল এত সুন্দর ওপেন করার পরেও টেস্টে কিন্তু তাদের একেবারেই খুঁজে পাওয়া যায়নি। এটা তো অবশ্যই আমাদের একটি চিন্তার বিষয়। ওদেরকে আরও বেশি পরিণত হতে হবে এই টেস্ট কন্ডিশনেও। তাহলে আমি মনে করব যে দলটি একটি ব্যালেন্সড দল হয়েছে।’
সাকিব-তামিম খেলবেন কি না এমন প্রশ্নও করা হয়েছিল বিসিবি সভাপতির কাছে। তিনি অবশ্য এ নিয়ে পরিষ্কার করে কিছু বললেন না। বৃহস্পতিবার (১৫ নভেম্বর) রাতের মধ্যেই অবশ্য ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলের ঘোষণা এলে সেই উত্তর পাওয়া যাবে।
সারাবাংলা/এএম/এসএন