জুনিয়রে সাফল্য, সিনিয়রে ভরাডুবি কেন?
১২ নভেম্বর ২০১৮ ২০:১৪ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ২০:২২
।।স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: বয়সভিত্তিক পর্যায়ে সাফল্যের পর সাফল্যে বয়ে নিয়া আসা দেশের মেয়েরা সিনিয়র পর্যায়ের ব্যর্থতার চাঁদরে ঢাকা। ২১ মাস পর মাঠে নেমে সিনিয়র দল মূদ্রার উল্টো পিঠটা দেখে নিলো। মিয়ানমারের পর ভারতের কাছে বিধ্বস্ত হয়েছে খুবই নাজুকভাবে। বয়সভিত্তিকের গণ্ডি পেরিয়ে সিনিয়র লেভেলে এমন হতাশাজনক পারফরমেন্সের পেছনে কারণ কি?
উত্তরটা একইবারেই সাধারণ। বয়সভিত্তিক দলগুলোই সিনিয়র লেভেলে খেলছে। সিনিয়র দলে সাবিনা ছাড়া সবাই কিশোরী ফুটবলার। আক্ষরিক অর্থে বললে ১৮’র নিচে। সাবিনা একমাত্র সিনিয়র যে দলে সেখানে সাফল্য আশা করা ‘বেশি চাওয়া’ হবে।
এই কথাটা মেয়েদের ফুটবলের কারিগর গোলাম রব্বানী ছোটনের। বয়সভিত্তিক পর্যায়ে সাফল্যে মুড়িয়ে দেয়া ছোটন বলেন, ‘এরা সবাই জুনিয়র। এজন্য এমন ফল হচ্ছে। তাদের লেভেলে এই অঞ্চলের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে বেশ কয়েকবার। তাই সিনিয়র পর্যায়ে সাফল্য আনতে তাদের সময় লাগবে। এরাই সিনিয়র হলে ভালো করবে।’
সেজন্য গতবছরেও র্যাংকিংয়ে ১০০’র ভেতরে থাকা মেয়েরা এখন র্যাংকিংহীন! এরই মধ্যে শ্রীলংকায় ডিসেম্বরে সিনিয়র সাফ খেলতে যাবে এই জুনিয়র দলই। তারই প্রস্তুতি নিতে মিয়ানমারে অলিম্পিক গেমস বাছাইপর্বকে টার্গেট করেছে ছোটনের শিষ্যরা। প্রথম দুই ম্যাচে ভরাডুবির পর শেষ ম্যাচ নেপালের বিপক্ষে খেলতে নামবে মারিয়া-স্বপ্না-সাবিনারা।
বাছাইপর্বের শেষ ম্যাচ ১৩ নভেম্বর (মঙ্গলবার) নেপালের বিপক্ষে। মিয়ানমারের রাজধানী ইয়াংগুনের থুয়ুন্না স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
সারাবাংলা/জেএইচ/এসএন