ফেড কাপের মধ্যেই আবাসিক ক্যাম্প দিয়ে শুরু এএফসি চ্যালেঞ্জ
১২ নভেম্বর ২০১৮ ১৯:০৩ | আপডেট: ১৩ নভেম্বর ২০১৮ ০৯:১২
।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।
ঢাকা: আন্তর্জাতিক ফ্রেন্ডলি উইন্ডো ছুটিতে ফেডারেশন কাপের বিরতি। এর মধ্যে জাতীয় দলকে ব্যস্ত রাখার পরিকল্পনা ব্যর্থ হওয়ার পরই এএফসি ফুটবলের তোড়জোড় শুরু হওয়াতে ছুটিটাকে কাজে লাগাতে চায় বাফুফে। সেই নিমিত্তে অনূর্ধ্ব-২৩ দলের খেলোয়াড় ডাক দিয়েছে দেশের সর্বোচ্চ ফুটবল অভিভাবক।
ফেডারেশন কাপের মধ্যেই শুরু হলো অ-২৩ জাতীয় দলের ক্যাম্প। সোমবার সকালে কমলাপুর স্টেডিয়ামে দেড় ঘণ্টা অনুশীলন করেছেন ফুটবলাররা। ২৪ জনের মধ্যে ২৩ জন উপস্থিত ছিলেন। সুশান্ত ত্রিপুরা একমাত্র অনুপস্থিত। রোববার থেকে আবাসিক ক্যাম্প শুরু হয়।
২২-২৬ মার্চ এএফসি অ-২৩ বাছাই বাহরাইনে। ফেডারেশন কাপের সেমিফাইনালের মাঝে এই পাচ দিনের প্রস্তুতির প্রয়োজনীয়তা সম্পর্কে ম্যানেজার সত্যজিত দাস রুপু বলেন,‘এশিয়ান গেমসে অ-২৩ দলের অনেকের বয়স থাকছে না এই টুর্নামেন্টে। কোচ এই ক’দিন অনুশীলন করে খেলোয়াড়দের দেখে নিলেন।’
১৫ নভেম্বর পর্যন্ত চলবে এই ক্যাম্প। পাচ দিনের ক্যাম্প সম্পর্কে কোচ জেমি ডে’র মন্তব্য,’অনেক নতুন খেলোয়াড় রয়েছে। তাদের সম্পর্কে আমি জানলাম তারাও আমার সম্পর্কে জানলো। ভবিষ্যতে কাজ করতে সুবিধা হবে।’
২০ ও ২১ নভেম্বর ফেডারেশন কাপের সেমিফাইনাল। ২৩ নভেম্বর ফাইনাল।
সারাবাংলা/জেএইচ/এসএন