মৌসুমের শেষ পর্যন্ত থাকছেন সোলারি!
১২ নভেম্বর ২০১৮ ১৭:৪৮ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৭:৫০
।। স্পোর্টস ডেস্ক ।।
হুলেন লোপেতেগুইকে ছাটাই করার পর অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারির নেতৃত্বে টানা চার ম্যাচে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমের শেষ পর্যন্ত রিয়াল কোচের দায়িত্বে সোলারিকেই রাখা হবে বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম।
স্প্যানিশ এক টিভি চ্যানেলের রিপোর্টে বলা হয়েছে, চলতি সপ্তাহেই অন্তর্বর্তীকালীন কোচ সান্তিয়াগো সোলারিকে স্থায়ী কোচের দায়িত্ব দেয়া হবে। আর মৌসুমের শেষ পর্যন্ত তিনিই থাকবেন রিয়াল কোচের দায়িত্বে।
এই মৌসুমে রিয়ালে কোচের দায়িত্বে থাকলে এবারের লা লিগা শিরোপা জয়ের সুযোগ থাকবে সান্তিয়াগো সোলারির। এখন পর্যন্ত ১২ ম্যাচে ৬টি জয়, ২টি ড্র এবং ৪ ম্যাচ হেরে ২০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ছয়ে আছে রিয়াল। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট আছে ২৪।
সারাবাংলা/এসএন