Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী কিংসে শাহরিয়ার নাফিস


১২ নভেম্বর ২০১৮ ১৫:১৬ | আপডেট: ১২ নভেম্বর ২০১৮ ১৫:১৮

।। স্পোর্টস ডেস্ক ।।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফটে হয়ে গেছে গত মাসেই। ২৮ অক্টোবর হয়ে যাওয়া ড্রাফটে কোনো দল পাননি শাহরিয়ার নাফিস। তবে এবার চমক দিয়েই রাজশাহী কিংসে জায়গা পেলেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান।

রোববার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল পেইজে শাহরিয়ার নাফিসকে দলে ভেড়ানোর খবর নিশ্চিত করে রাজশাহি কিংস।

রাজশাহী কিংসের ফেসবুক পোস্টের লেখা হয়, ‘টাইগারদের প্রথম টি-টোয়েন্টি ম্যাচের অধিনায়ক ছিলেন তিনি (নাফিস)। তার সময়ে তিনিই সেরা ছিলেন, এখনও তিনি একজন হার্ড হিটার। এখনো দলের ভরসা হিসেবেই ধরা হয় তাকে। তিনি অভিজ্ঞ, ভরসা করার মতো একজন। শাহরিয়ার নাফিসকে আমাদের রাজ্যে স্বাগতম।’

নিজেও ফেসবুকে পেইজে শাহরিয়ার নাফিস লেখেন, ‘আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন, আল্লাহর উপর বিশ্বাস রাখুন। রাজশাহী কিংস দলের অংশ হওয়ার সুযোগ দেয়ার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমার জন্য দোয়া করার পাশাপাশি সমর্থন দেয়ার জন্য সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ।’

এর আগে গতবছর রংপুর রাইডার্সের জার্সিতে বিপিএলে মাঠে নেমেছিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

সারাবাংলা/এসএন

বিপিএল শাহরিয়ার নাফিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর