Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালাহ-শাকিরির গোলে লিভারপুলের জয়


১১ নভেম্বর ২০১৮ ২১:০২

।। স্পোর্টস ডেস্ক ।।

ফুলহ্যামের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে মাঠে নেমেছিল লিভারপুল। রোববার (১১ নভেম্বর) অ্যানফিল্ডে এই ম্যাচে মিশরীয় তারকা মোহামেদ সালাহ এবং সুইস তারকা জেরদান শাকিরির গোলে সহজ জয় তুলে নিয়েছে অল রেডরা।

ঘরের মাঠে প্রিমিয়ার লিগের এই ম্যাচে ২-০ গোলের সহজ জয় পেয়েছে লিভারপুল।

প্রথমার্ধের ৪১তম মিনিটে দলকে এগিয়ে নেন মিশরীয় তারকা সালাহ। গোলরক্ষক আলিসনের নেয়া শট থেকে বল পান ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ড। বল পেয়ে ডি-বক্সে ঢুকে দুর্দান্ত শটে গোল করেন সালাহ। তাতেই ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় লিভারপুল।

বিরতির পর মাঠে নেমে ম্যাচের ৫৩ মিনিটে ব্যবধান বাড়ান শাকিরি। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে ডি-বক্সের বাইরে বল পেয়ে বাঁ পায়ের শটে গোল করেন এই সুইস তারকা। ম্যাচের বাকি সময় আর গোল না হওয়ায় ২-০ ব্যবধানের জয় তুলে মাঠ ছাড়ে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো লিভারপুল। সবমিলিয়ে ১২ ম্যাচের ৯টিতে জয় এবং ৩টি ড্র’তে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। আর ১ ম্যাচ কম খেলে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ১২ ম্যাচের মাত্র ১টি জয় ও ২টি ড্র নিয়ে টেবিলের তলানিতে আছে ফুলহ্যাম।

সারাবাংলা/এসএন

ফুলহ্যাম লিভারপুল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর