সাইফকে হারিয়ে সেমিতে শেখ জামাল
৯ নভেম্বর ২০১৮ ১৯:২০ | আপডেট: ৯ নভেম্বর ২০১৮ ১৯:২৩
।। স্পোর্টস করেসপন্ডেন্ট ।।
ঢাকা: ফেডারেশন কাপের দ্বিতীয় সেমি ফাইনালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা যেন একটু বেশি। গত ম্যাচে মাঠের মধ্যে ঢুকে রেফারিকে পেটানোর ঘটনায় নিরাপত্তার যে শঙ্কা উঠেছে সেটা আমলে নিয়ে হয়তো একটু সজাগ বাফুফে। এর মধ্যে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালটি হয়ে গেলো শুক্রবার (৯ নভেম্বর)।
সাইফের কোচ বদলের পরে নতুন ইংলিশ কোচ ম্যাকেন্সট্রির ঢাকার ফুটবল অভিজ্ঞতাটা একটু তেতোই হলো বলা যায়। হার দিয়ে সাইফে অভিষেক হলো উয়েফার প্রো-লাইসেন্সধারী এ কোচের।
শেখ জামালের কাছে সাইফ স্পোর্টিং হেরেছে ২-১ ব্যবধানে। এ জয়ে ফেডারেশন কাপের শেষ চারে পা রেখেছে শেখ জামাল। সাইনেব বোজাংয়ের জোড়া গোলেই জিতেছে ধানমন্ডির জায়ান্টরা।
ম্যাচের শুরু থেকে টানা উত্তেজনায় চলতে থাকা ম্যাচে আধিপত্য নিয়েই খেলেছে হলুদরা। ২৯ মিনিটে গোল করে শেখ জামাল লিড নেয়। প্রথমার্ধে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে ফিরে আসে সাইফ স্পোর্টিং ক্লাব।
৭১ মিনিটে ডেইনার আন্দ্রেস কর্দোবার গোলে সমতায় ফেরে সাইফরা। গোলের রেশ কাটতে না কাটতেই শেখ জামালকে এগিয়ে দেন সাইনোব বোজাং। জোড়া গোল করে জয় উপহার দেন তিনি। এরপর আক্রমণের পর আক্রমণ চালিয়ে গেলেও জালের ঠিকানা খুঁজে পায়নি সাইফরা। ২-১ ব্যবধানে জিতে নিয়ে সেমিতে পা রেখেছে শেখ জামাল।
সারাবাংলা/জেএইচ/এসএন
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ফেডারেশন কাপ শেখ জামাল সাইফ স্পোর্টিং