Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দলে নেই তিনজন


৯ নভেম্বর ২০১৮ ১৪:০১ | আপডেট: ৯ নভেম্বর ২০১৮ ১৪:০২

।। স্পোর্টস ডেস্ক ।।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটিতে জয় তুলে সিরিজ জিতে নিয়েছে ভারত। রোববার (১২ নভেম্বর) অনুষ্ঠিত হবে সিরিজের শেষ ম্যাচ। তবে এই ম্যাচে ভারতের তিন জনকে বিশ্রামে রাখছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

তিন ম্যাচ সিরিজে ইতোমধ্যেই ২-০ তে এগিয়ে আছে রোহিত শর্মার দল। শেষ ম্যাচে সুযোগ থাকছে উইন্ডিজদের হোয়াইট ওয়াশ করার। তাই তৃতীয় ম্যাচকে সামনে রেখে শুক্রবার (৯ নভেম্বর) স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। এই ম্যাচে বিশ্রামে থাকছেন জাসপ্রিত বুমরাহ, কূলদীপ যাদব এবং উমেশ যাদব।

নতুন মুখ হিসেবে এই ম্যাচের আগে ডাক পেয়েছেন ২৯ বছর বয়সি শাহবাজ নাদিম। দলে ফিরেছেন সিদ্ধার্থ কাউল এবং ওয়াশিংটন সুন্দর।

শেষ টি-টোয়েন্টিতে ভারতীয় দল:

রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, দিনেশ কার্তিক, মনিশ পান্ডে, শ্রেয়াস আয়ার, রিশভ পান্ত, ক্রুনাল পান্ডে, ওয়াশিংটন সুন্দর, যুজভেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, শাহবাজ নাদিম এবং সিদ্ধার্থ কাউল।

সারাবাংলা/এসএন

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর