রোনালদোকে ছাড়াই আবারো মাঠে নামবে পর্তুগাল
৯ নভেম্বর ২০১৮ ১২:৪৩ | আপডেট: ৯ নভেম্বর ২০১৮ ১২:৪৬
।। স্পোর্টস ডেস্ক ।।
পর্তুগালের সর্বকালের সেরা গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে রাশিয়া বিশ্বকাপে শেষ ষোলো থেকে বিদায় নেয়ার পর থেকেই পর্তুগালের হয়ে আর মাঠে নামা হয়নি তার। এবার উয়েফা নেশন্স লিগের শেষ দুই ম্যাচেও রোনালদোকে ছাড়াই মাঠে নামবে পর্তুগাল।
জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত সবমিলিয়ে ১৫৪টি ম্যাচ খেলেছেন রোনালদো। যেখানে ৮৫টি গোল আছে পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলারের ঝুলিতে। রাশিয়া বিশ্বকাপে দলকে শেষ ষোলোতে নিয়ে যেতেও অবদান ছিল তার। এর আগে ২০১৬ সালের ইউরো জয়েও অবদান ছিল জুভেন্টাসের এই তারকার।
আগামী ১৭ নভেম্বর উয়েফা নেশন্স লিগের ম্যাচে স্বাগতিক ইতালির বিপক্ষে মাঠে নামবে রোনালদো বিহীন পর্তুগাল। আর তিন দিন পরই নিজেদের মাঠে পোল্যান্ডের বিপক্ষে খেলবে কোচ ফের্নান্দো সান্তোসের দল।
রোনালদো বিহীন এই দুটি ম্যাচের স্কোয়াডে জায়গা পেয়েছে দুই ডিফেন্ডার জোসে ফন্তে ও রাফায়েল গেরেইরো। এছাড়াও দুই মিডফিল্ডার আন্দ্রে গোমেস ও জোয়াও মারিও।
এ নিয়ে দুই ম্যাচের দুটিতে জয় তুলে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ৩ এর শীর্ষে আছে পর্তুগাল। আর ৩ ম্যাচ খেলে ১ জয়, ১ ড্র এবং ১ হারে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইতালি।
সারাবাংলা/এসএন