Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেখে নিন সিলেট টেস্টের তৃতীয় দিনের হাইলাইটস


৫ নভেম্বর ২০১৮ ১৯:৫৩

।। স্পোর্টস ডেস্ক ।।

জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলছে সিলেটে। এই টেস্টের দিয়েই বাংলাদেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে সিলেটের।

সিলেট টেস্টের তৃতীয় দিনের খেলা শেষ। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৮২ রানের বিপরীতে ১৪৩ রান তোলে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুলের ঘূর্ণিতে ১৮১ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। এই টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম।

দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান তোলে বাংলাদেশ। ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ২৯৫ রান। এখনো সময় আছে দুই দিন, আর হাতে আছে ১০টি উইকেট। অপরাজিত থেকে চতুর্থ দিনের ব্যাটিংয়ে নামবেন দুই ওপেনার লিটন দাশ (১৪) ও ইমরুল কায়েস (১২)।

টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করেছে গাজী টিভি। আর অনলাইনে ম্যাচটি সম্প্রচার করেছে র‌্যাবিটহোলবিডি

ভিডিওতে দেখে নিন তৃতীয় দিনের হাইলাইটস:

সারাবাংলা/এসএন

টেস্ট তাইজুল বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর