দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সবকটি উইকেট দেখুন ভিডিওতে
৫ নভেম্বর ২০১৮ ১৯:৩৭ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৯:৪০
।। স্পোর্টস ডেস্ক ।।
জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলছে সিলেটে। দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে কোনো উইকেট না হারিয়ে ২৬ রান তোলে বাংলাদেশ। জয়ের জন্য বাংলাদেশের দরকার ২৯৫ রান।
এর প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ২৮২ রানের বিপরীতে ১৪৩ রান তোলে বাংলাদেশ। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তাইজুলের ঘূর্ণিতে ১৮১ রানে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। এই টেস্টে প্রথমবারের মতো ১০ উইকেট নেওয়ার কীর্তি অর্জন করলেন বাংলাদেশি স্পিনার তাইজুল ইসলাম।
টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করেছে গাজী টিভি। আর অনলাইনে ম্যাচটি সম্প্রচার করেছে র্যাবিটহোলবিডি।
ভিডিওতে দেখে নিন দ্বিতীয় ইনিংসে জিম্বাবুয়ের সবকটি উইকেট:
সারাবাংলা/এসএন