Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নিজের সেরাটা দিয়েই খেলছে সুয়ারেজ’


৪ নভেম্বর ২০১৮ ১৬:৩১

।। স্পোর্টস ডেস্ক ।।

দুর্দান্ত মৌসুম পার করছেন বার্সেলোনা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। শনিবার (৩ নভেম্বর) রাতে ভায়েকানোর বিপক্ষে ৩-২ গোলের বার্সার জয়ের ম্যাচেও জোড়া গোল পেয়েছেন উরুগুয়ের এই তারকা। তাতেই সুয়ারেজের প্রশংসায় ভাসছেন বার্সা কোচ আর্নেস্তো ভালভারদে।

শেষ চার ম্যাচেই ৬টি গোল আছে তার। এর মধ্যে রিয়ালের বিপক্ষে এল ক্লাসিকোতে হ্যাটট্রিক করেন সুয়ারেজ। দারুণ ফর্ম ধরে রাখায় সুয়ারেজের প্রশংসা করলেন ভালভারদে। শনিবারের ম্যাচের পর বার্সা কোচ বলেন, ‘লম্বা সময় ধরেই নিজের নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে খেলছে লুইস সুয়ারেক। চলতি সময়ে সে গোল করছে, যা আগের চেয়ে বেশি। তাকে আমাদের প্রয়োজন এবং আমরা তাকে নিয়ে বেশ খুশি।’

চলতি মৌসুমে লা লিগায় সবমিলিয়ে ৯ টি গোল আছে সুয়ারেজের। যা এখন পর্যন্ত গোলদাতার তালিকায় শীর্ষে। দারুণ পারফরম্যান্সে দলের জয়ে বড় ভূমিকা রাখছেন সুয়ারেজ। এ নিয়ে লা লিগায় ১১ ম্যাচে ৭টি জয়, ৩টি ড্র ও ১টি ম্যাচ হেরে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে বার্সেলোনা।

সারাবাংলা/এসএন

আর্নেস্তো ভালভারদে বার্সেলোনা লা লিগা লুইস সুয়ারেজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর