ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে নেই রাসেল
৩ নভেম্বর ২০১৮ ২১:৩৪ | আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ২১:৩৬
।। স্পোর্টস ডেস্ক ।।
ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। রোববার (৪ নভেম্বর) শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। তবে এই সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে থাকছেন না অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ইনজুরিতে পড়ে দলে থাকা হচ্ছে না তার।
ভারতের বিপক্ষে এই সিরিজকে সামনে রেখে শনিবার (৩ অক্টোবর) ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে উইন্ডিজরা। দলের অধিয়ানকের দায়িত্বে থাকবেন কার্লোস ব্রাথওয়েইট। উইন্ডিজ দলের নির্বাচক কোর্টনি ব্রাউন জানিয়েছেন, ইনজুরিতে আছেন রাসেল।
গত মাসেই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজেও ৩-১ ব্যবধানে হেরেছে উইন্ডিজরা। ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়ায় টি-টোয়েন্টি সিরিজে পাওয়া যাচ্ছে না অ্যাশলে নার্সকে।
এছাড়াও এই সিরিজে দলে নেই ক্রিস গেইল, এভিন লুইস, সুনীল নারাইন ও সামুয়েল বদ্রির মতো তারকারাও।
সারাবাংলা/এসএন