Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্রিকেটকে বিদায় জানাবেন রাজিন সালেহ


৩ নভেম্বর ২০১৮ ১৮:৩৯ | আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১৮:৪৩

।। স্পোর্টস ডেস্ক ।।

ডানহাতি ব্যাটসম্যান রাজিন সালেহ। বাংলাদেশের জার্সিতে শেষ মাঠে নেমেছেন ২০০৮ সালে। এরপর থেকে ঘরোয়া লিগেই খেলছেন। বয়স গিয়ে দাঁড়িয়েছে প্রায় ৩৫ বছরে। শনিবার (৪ নভেম্বর) আনুষ্ঠানিকভাবেই জানিয়ে দিলেন অবসরে যাচ্ছেন তিনি।

বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট চলছে সিলেটে। এই টেস্ট দিয়ে অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হয়েছে সিলেটের। আর এই টেস্টে আমন্ত্রণ জানানো হয়েছিল বাংলাদেশ দলের সাবেক ক্রিকেটারদের। যেখানে উপস্থিত ছিলেন রাজিনও। ম্যাচ চলাকালীন সময়ে প্রেস বক্সে দুপুর ১টার দিকে ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিলেন রাজিন।

আগামী ৫ নভেম্বর কক্সবাজারে জাতীয় লিগের ম্যাচ দিয়েই ক্যারিয়ারের ইতি টানবেন রাজিন। তবে অবসরে গেলেও ক্রিকেটের সঙ্গেই থাকার কথা জানিয়েছেন বাংলাদেশের এই ব্যাটসম্যান, ‘আপনারা সবাই আমাকে সমর্থন করেছেন। ক্রীড়া সাংবাদিকদেরকে ধন্যবাদ দিতে চাই, তাদের লেখনিতেই আমি রাজিন সালেহ হয়েছি। আমার পরিবার সবসময় সাথে থেকেই সমর্থন দিয়েছে। আমি সবার কাছে দোয়া প্রার্থী। এনসিএলের ম্যাচ দিয়েই আমি প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে অবসর নিচ্ছি। ক্রিকেট ক্যারিয়ার শেষে দেশের ক্রিকেটের জন্য কোচ হিসেবে কাজ করতে চাই।’

দেশের জার্সিতে ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত সবমিলিয়ে ২৪ টেস্ট ও ৪৩ ওয়ানডেতে মাঠে নেমেছিলেন রাজিন। বর্তমানে খেলছেন জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে। জাতীয় দলের জার্সিতে সবমিলিয়ে ২৪ টেস্টে ১ হাজার ১৪১ রান এবং ওয়ানডেতে ব্যাট হাতে ৪৩ ম্যাচে ১টি শতকসহ ১ হাজার ৫ রান আছে রাজিনের।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

অবসর বাংলাদেশ রাজিন সালেহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর