নিজের অবস্থান আরো পোক্ত করলেন কোহলি
২ নভেম্বর ২০১৮ ১৯:৩৮ | আপডেট: ২ নভেম্বর ২০১৮ ১৯:৪১
।। স্পোর্টস ডেস্ক ।।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ভারত। ক্যারিবিয়ানদের বিপক্ষে এই সিরিজে দুর্দান্ত ছিলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তাতেই ওয়ানডে র্যাংকিংয়ে নিজের জায়গাটা আরো পোক্ত করলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
উইন্ডিজদের বিপক্ষে সিরিজের আগে থেকেই ওয়ানডের ব্যাটসম্যান র্যাংকিংয়ে শীর্ষে ছিলেন কোহলি। এই সিরিজে টানা তিন শতকসহ ৪৫৩ রান করেছেন তিনি। দুর্দান্ত এই সিরিজে ১৫ পয়েন্ট তুলে নিয়ে মোট ৮৯৯ পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে নিজের অবস্থান আরো পোক্ত করে নিলেন কোহলি। চলতি বছরে ছয় শতকসহ ১৩৩.৫৫ গড়ে করেছেন ১ হাজার ২০২ রান। এই মধ্যেই ১০ হাজারি ক্লাবে নিজের নামটাও লিখিয়ে নিলেন ডান হাতি এই ব্যাটসম্যান।
ওয়ানডে র্যাংকিংয়ে কোহলির পরেই আছেন ভারতের আরেক হার্ড হিটার ব্যাটসম্যান রোহিত শর্মা। কোহলির চেয়ে ২৮ পয়েন্ট পিছিয়ে আছেন তিনি (৮৭১)। এই তালিকায় রোহিতের পরে আছেন ইংলিশ ব্যাটসম্যান জো রুট। ওয়ানডে র্যাংকিংয়ে সেরা দশের মধ্যে আছেন বাঁহাতি ব্যাটসম্যান শিখর ধাওয়ানও (৯)।
আর বোলিং র্যাংকিংয়ের শীর্ষে আছেন ভারতীয় জাসপ্রীত বুমরাহ। ৮৪১ পয়েন্ট নিয়ে নিজের জায়গাটা ধরে রেখেছেন ডানহাতি এই পেসার। ৭৮৮ পয়েন্ট নিয়ে এই তালিকার দুইয়ে আছেন আফগান স্পিনার রশিদ খান। আর ৭২৩ পয়েন্ট নিয়ে বোলিং র্যাংকিং তালিকার তিনে জায়গা করে নিলেন ভারতের কূলদ্বীপ যাদব। এছাড়াও ৬৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষ দশে জায়গা করে নিলেন স্পিনার যুজভেন্দ্র চাহাল (৮)।
উইন্ডিজদের বিপক্ষে সিরিজ শেষে ১২১ পয়েন্ট নিয়ে ওয়ানডে র্যাংকিংয়ে দ্বিতীয়স্থানে আছে ভারত। ১২৬ পয়েন্টে র্যাংকিংয়ের শীর্ষে থাকছে ইংল্যান্ড। অন্যদিকে, ৭২ পয়েন্ট নিয়ে এই তালিকার নয় নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ।
সারাবাংলা/এসএন