পরের সপ্তাহ থেকেই অনুশীলনে সাকিব
৩১ অক্টোবর ২০১৮ ১৪:১৭ | আপডেট: ৩১ অক্টোবর ২০১৮ ১৪:২৩
স্পেশাল করেসপন্ডেন্ট।।
বিপিএল ড্রাফট চলার সময়ই হাতের আঙুল নিয়ে কথা বলছিলেন সাকিব আল হাসান। জানিয়েছিলেন, এখন অনেকটাই সেরে উঠছেন। মঙ্গলবার (৩০ অক্টোবর) বহুজাতিক মুঠোফোন কোম্পানি হুয়াইয়ের দূত হিসেবে ভক্তদের একটা অনুষ্ঠানে গিয়েও সাকিব আবার বললেন, সবকিছু ঠিক থাকলে ফিরতে পারেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই। এখনই অবশ্য কোনো সময়সীমা বেঁধে দিচ্ছেন না, তবে জানিয়েছেন পরের সপ্তাহ থেকেই ফিরছেন অনুশীলনে।
এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে ম্যাচের আগে যখন আঙুলে সংক্রমণ ধরা পড়ল, সাকিবকে তড়িঘড়ি করেই ফিরতে হয়েছিল দেশে। এরপর হাসপাতালে থেকেছেন, পরে অস্ট্রেলিয়ায় গিয়ে ডাক্তারের পরামর্শও নিয়েছেন। শুরুতে অস্ত্রোপচার করার কথা থাকলেও পরে জানা গেছে, অন্তত ছয় মাসের মধ্যে সেটি সম্ভব নয়। তবে এই বছর আর মাঠে ফিরতে পারবেন না বলে যে শঙ্কা করা হচ্ছিল, সেটি উড়িয়ে দিয়ে সাকিব জানাচ্ছেন, এই মাসেই দেখা যেতে পারে তাকে।
এই মাসের ২২ নভেম্বর চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। তাতে খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না সাকিব, ‘মাঠে ফেরার কোন টাইম ফ্রেম নেই। যদি ফিরতে পারি তাহলে ভাল লাগবে। আশা তো থাকবেই যেন ফিরতে পারি। এখনই বলা মুশকিল যে আমি খেলব, এই গ্যারান্টি আসলে নেই। তবে যেভাবে প্রগ্রেস হচ্ছে, ইমপ্রুম হচ্ছে, তাতে সম্ভাবনা আছে। ’
আপাতত পরের সপ্তাহ থেকে অনুশীলনে যাওয়ার পরিকল্পনা করছেন, ‘নেক্সট উইক থেকে স্ট্রেন্থ ট্রেনিং শুরু করতে হবে। এরপর যখন ইমপ্রুভ হতে থাকবে, ধীরে ধীরে একটার পর একটা, যখন দেখব যে সব দিক থেকেই খেলার ক্ষেত্রে আমার কোন প্রবলেম হচ্ছে না, তখনই আসলে খেলার কথা চিন্তা করব। তার আগ পর্যন্ত আমিও খেলতে চাইব না, সেও আমাকে দিবে না। এই কারণে আসলে আমরা কেউই টাইম ফ্রেম বলতে পারছি না। এমনও হতে পারে, ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টেস্ট থেকে খেলতে পারি, সেকেন্ড টেস্টেও খেলতে পারি। হতে পারে ওয়ানডে পর্যন্তও না খেলতে পারি। তবে আমি আবারো বলছি, উন্নতি যেভাবে হচ্ছে সেই অনুযায়ী খুব বেশি সময় লাগার কথা না।’
জিম্বাবুয়ে সিরিজের পুরোটাই মিস করছেন, তার আগে এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও ছিলেন না। মাঠের বাইরে বসে থাকার আক্ষেপটা বুঝা গেল সাকিবের, ‘আমি তো আশা করি আমি কোন ম্যাচই মিস না করি। ইনজুরি ছাড়া সব ম্যাচ খেলি, তবে এটা তো আমাদের খেলারই অংশ। ইনজুরি হবে, এটাতে আসলে কারও হাত নেই। এটাই সর্বোচ্চ চেষ্টা থাকবে যত তাড়াতাড়ি ভালো ভাবে, সুস্থ ভাবে পুরো শতভাগ ফিট অবস্থায় খেলতে পারি।’
সারাবাংলা/এএম/এসএন
সারাবাংলায় পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজেই ফিরছেন সাকিব-তামিম?