Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছিটকে গেল রহমতগঞ্জ, শেষ আটে আরামবাগ


৩০ অক্টোবর ২০১৮ ১৯:৪৩

।। স্পোর্টস করেসপন্ডেন্ট।।

ঢাকা: রহমতগঞ্জকে হারিয়ে ফেডারেশন কাপ মিশন শুরু করেছে আরামবাগ ক্রীড়া চক্র। অন্যদিকে, টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্স সোসাইটি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার (৩০ অক্টোবর) ‘জয় বা অন্ততপক্ষে ড্র’ নাহলে ছিটকে যেতে হবে এমন সমীকরণের সামনে আরামবাগের সঙ্গে লড়াইয়ে মাঠে রহমতগঞ্জ। সেখানে ৩-১ ব্যবধানে হেরে বিদায় নিয়েছে রহমতগঞ্জ। অন্যদিকে একটি ম্যাচ জিতেই কোয়ার্টারে পা রেখেছে আরামবাগ।

এর আগে রহমতগঞ্জ গ্রুপ এ’র প্রথম ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে একই ব্যবধানে হেরেছে। তাই আজকের হারে আনুষ্ঠানিক বিদায় হয়েছে ক্লাবটির।

ম্যাচের প্রথম তিনটি গোলই আসে আরামবাগ শিবির থেকে। ৩৮ মিনিটে শুরু। এরপর ৬৬ আর ৮০ মিনিটে বল জালে জড়িয়ে ম্যাচ পকেটে পুরে মতিঝিলের ক্লাবটি। সঙ্গে ম্যাচের অতিরিক্ত সময়ে সান্ত্বনার গোলটি করে রহমতগঞ্জ।

এ জয়ে তিন পয়েন্ট নিয়ে শীর্ষে আরামবাগ ও চট্টগ্রাম আবাহনী। ২ নভেম্বর নিজেদের মধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে একই ভেন্যুতে নামবে দুই দল।

সারাবাংলা/জেএইচ

আরামবাগ রহমতগঞ্জ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর