কন্তে আসছেন, লোপেতেগুই যাচ্ছেন!
২৯ অক্টোবর ২০১৮ ১৩:৫২ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৩:৫৫
।। স্পোর্টস ডেস্ক ।।
মৌসুমটা একেবারেই খারাপ যাচ্ছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। রোববার (২৮ অক্টোবর) লা লিগার বিপক্ষে ম্যাচে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লস ব্লাঙ্কোসরা। দলের এমন বাজে পারফরম্যান্সের কারণে সমালোচনার মুখে পড়ছেন দলের কোচ হুলেন লোপেতেগুই।
এ নিয়ে লা লিগায় টানা তিন ম্যাচে হারল রিয়াল। ২০০৯ সালের পর এমন হারের বৃত্তে পড়েনি লস ব্লাঙ্কোসরা। এর মধ্যে স্প্যানিশ গণমাধ্যম বলছে, এই সপ্তাহেই বরখাস্ত হতে পারেন রিয়াল কোচ। তার জায়গায় রিয়ালের কোচের দায়িত্বে আসছেন চেলসির সাবেক কোচ অ্যান্তোনিও কন্তে।
ক্যাম্প ন্যু’তে বার্সার বিপক্ষে এল ক্লাসিকোতে ৫-১ গোলের বড় ব্যবধানে লজ্জাজনক হারের পর সোমবার (২৯ অক্টোবর) লোপেতেগুইকে নিয়ে আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছে মাদ্রিদের কর্মকর্তারা। শোনা যাচ্ছে, আনুষ্ঠানিক ঘোষণার জন্যেই এই আলোচনায় বসবেন ক্লাব কর্মকর্তারা। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ থাকবেন এই আলোচনায়। স্প্যানিশ গণমাধ্যমকে রিয়ালের এক সোর্স জানিয়েছে, ‘আমাদের একটা সিদ্ধান্তে আসা দরকার। আমরা এভাবে চলতে পারি না।’
অবশ্য এর আগে বার্সার মাঠে এমন হারের পর কথা বলেছেন লোপেতেগুই, ‘এই মুহুর্তে খুব খারাপ লাগছে। কিন্তু পূর্ণ শক্তি দিয়ে দলের দায়িত্বে থাকতে চাই। এটা আমার জন্য অনেক বড় আঘাত। তবে যে সিদ্ধান্তই হোক, আমি সেটা মেনে নিতে প্রস্তুত। এখনো অনেক পথ বাকি আছে। এই দলের খেলোয়াড়দের প্রতি আমার যথেষ্ট বিশ্বাস আছে।’
রিয়াল অধিনায়ক রামোস অবশ্য লোপেতেগুইয়ের পক্ষেই কথা বলছেন। এই কোচের আওতায় থাকার পক্ষেই কথা বলেছেন স্পেনের এই তারকা, ‘সিদ্ধান্তটা আমরা নেব না। আমরা এই ক্লাবেই আছি। তাই সময় পার হলেই জানতে পারবেন কি হতে হবে। এটা খেলোয়াড়দের সিদ্ধান্ত নয়।’
সব ঠিক থাকলে পরের সপ্তাহেই রিয়ালের কোচের দায়িত্ব পাবেন কন্তে।
সারাবাংলা/এসএন