পাকিস্তানের কাছে ধবলধোলাই অস্ট্রেলিয়া
২৯ অক্টোবর ২০১৮ ১৩:০৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৩:১৭
।। স্পোর্টস ডেস্ক ।।
বছরটা একেবারেই ভালো যাচ্ছে না অস্ট্রেলিয়ার। এর মধ্যে পাকিস্তানের কাছে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ হাতছাড়া করেছে অজিরা। রোববার (২৮ অক্টোবর) শেষ ম্যাচে মান বাঁচানোর লড়াইয়ে নেমেও ৩৩ রানে হেরে পাকিস্তানের কাছে ধবলধোলাই হলো অস্ট্রেলিয়া।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই দুই ওপেনার বাবর আজম ও সাহিবজাদা ফারহান মিলে ৯৩ রান করেন। এরপর ব্যক্তিগত ৩৯ রানে ফারহান আউট হলেও অর্ধশতক তুলে নেন বাবর আজম। দলীয় ৯৭ রানে ব্যক্তিগত ৫০ রানে বাবর আজম আউট হলেও মোহাম্মদ হাফিজের করা ৩২ রানের অপরাজিত ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫০ রান তোলে পাকিস্তান।
অস্ট্রেলিয়ার মিচেল মার্শ সর্বোচ্চ ২টি উইকেট তোলেন। আর ১টি করে উইকেট নেন নাথান লিয়ন, অ্যান্ড্রু টাই ও অ্যাডাম জাম্পা।
জবাবে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান বোলারদের বোলিং তোপে ১৯.১ ওভারেই ১১৭ রান তুলতেই গুটিয়ে যায় অজিরা। ব্যাট হাতে দলীয় সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন বেন ম্যাকডার্মট ও মিচেল মার্শ।
পাকিস্তানের শাদাব খান সর্বোচ্চ ৩টি উইকেট তোলেন। হাসান আলী নেন ২টি উইকেট। আর ১টি করে উইকেট নেন ফাহিম আশরাফ, মোহাম্মদ হাফিজ ও উসমান খান।
ম্যাচসেরা হন ৪ ওভারে ১৯ রান খরচায় ৩ উইকেট পাওয়া শাদাব খান। আর সিরিজ সেরা হন বাবর আজম।
সারাবাংলা/এসএন