‘কোচ কেন দায় নেবেন?’
২৯ অক্টোবর ২০১৮ ১২:৪৭ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১২:৫১
।। স্পোর্টস ডেস্ক ।।
বার্সেলোনার মাঠে রোববারের (২৮ অক্টোবর) ৫-১ গোলের ব্যবধানে হারের ম্যাচটা হয়তো ভুলে যেতে চাইবে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। দলের একের পর এক বাজে পারফরম্যান্সের কারণে সমালোচিত হচ্ছেন রিয়াল কোচ হুলেন লোপেতেগুই। তবে ম্যাচে হারের দায় কোচের ওপর দিতে চান না ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো।
ম্যাচের এমন বাজে পারফরম্যান্সে খেলোয়াড়দের দোষটাকেই আগে দেখছেন এই ব্রাজিলিয়ান। ম্যাচশেষে কোচের ওপর দায় দিতে চাননি তিনি, ‘আমরা কেউই এই ম্যাচে ভালো খেলতে পারিনি। আমরা আমাদের সেরাটা দিতে পারিনি। মৌসুমের শুরু থেকেই এভাবে চলছে। যতটা ভালো খেলার কথা ছিল, আমরা ততটা ভালো খেলিনি। কোচকেও আমরা দোষ দিতে পারি না। খেলোয়াড়রা মাঠে লড়াই করলেও ফলাফল ভিন্ন হয়েছে।’
মৌসুমটা যে একেবারেই ভালো যাচ্ছে না সেটাই মনে করিয়ে দিলেন কাসেমিরো, ‘মাঠের খেলোয়াড়দের কাজ হচ্ছে কঠিনভাবে দৌড়াতে এবং লড়াই করা। অবশ্যই ক্লাবের জন্য সেরাটা দেয়া উচিৎ। কিন্তু মৌসুমটা আমাদের জন্য একেবারেই ভালো যাচ্ছে না। আমাদের উচিৎ শান্ত থাকা। এটা আমাদের জন্য কঠিন মৌসুম। কোচের সম্পর্কে বলার মতো অবস্থা এই মুহুর্তে নেই। মাঠের বাইরে যেসব খেলোয়াড় আছেন তারা হয়তো বলতে পারবেন। আমরা হেরেছি, এর জন্য দায় নিতে হবে খেলোয়াড়দের।’
সারাবাংলা/এসএন