Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট সিক্সার্সে আসছেন ওয়ার্নার!


২৫ অক্টোবর ২০১৮ ২০:৩৮

।। স্পোর্টস ডেস্ক ।।

আগামী বছরের জানুয়ারিতে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসর। এর আগেই দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারই অংশ হিসেবে এবার ডেভিড ওয়ার্নারকে দলে নেওয়ার ইঙ্গিত দিয়েছে সিলেট সিক্সার্স।

এরই মধ্যে আইকন ক্রিকেটার হিসেবে লিটন দাসকে বেছে নিয়েছে সিলেট। সহ-অধিনায়কের ভারটা কে নেবে সেটাই দেখার বাকি ছিল। এবার সেই জায়গায় ওয়ার্নারের সঙ্গে চুক্তির ইঙ্গিত দিয়েছে সিলেট।

বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সিলেট সিক্সার্সের অফিসিয়াল পেইজে একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে অজি ব্যাটসম্যান ওয়ার্নারের বেশকটি ছক্কার মার দেখানো হয়েছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়,
‘তিনি একজন নেতা। একজন বিধ্বংসী ব্যাটসম্যান। একজন তারকা। সিলেট সিক্সার্সের হয়ে নতুন মৌসুমে কে আসছেন, সেটা কে ধারণা করতে পারেন?’

ভিডিওটিতে আরো লেখা হয়, ‘সারা পৃথিবী কাঁপিয়ে এবার সিলেট সিক্সার্সে আসছে অসাধারণ ক্রিকেটার। যার চার-ছক্কার ফুলঝুরি যেমন কোটি ক্রিকেট ভক্তের মনে গেঁথে আছে, ঠিক তেমনি তার নেতৃত্বগুণ লাখো ক্রিকেটারের স্বপ্ন। কে এই ক্রিকেটার, যে আসছে কাঁপাতে এবারের বিপিএল সিজন ৬, সিলেট সিক্সার্সের পক্ষে খেলতে?’

সব ধরণের টি-টোয়েন্টিতে ২৫১ ম্যাচে ৭ হাজার ৮৮৮ রানে আছে ওয়ার্নারের সংগ্রহে। যেখানে তার স্ট্রাইক রেট ১৪২.৪। জাতীয় দলের হয়ে ৭০ টি-টোয়েন্টি ম্যাচ খেলে করেছেন ১ হাজার ৭৯২ রান।

বল টেম্পারিং কান্ডে জড়িত থাকার কারণে জাতীয় দলের বাইরে আছেন অস্ট্রেলিয়ায় ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। তবে ঘরোয়া লিগে খেলার নিষেধাজ্ঞা কাটিয়ে খেলার অনুমতি পেয়েছেন ৩১ বছর বয়সি এই ব্যাটসম্যান। এর মধ্যে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও খেলেছেন তিনি। তবে বিপিএলের এবারের আসরে ওয়ার্নারের আসা একেবারে নিশ্চিত কিনা, সেটি এখনো পুরোপুরি নিশ্চিত নয়।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএন

অস্ট্রেলিয়া ডেভিড ওয়ার্নার

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর