সাকিবের লুঙ্গি ফ্যাশন
২৫ অক্টোবর ২০১৮ ১৭:১৫ | আপডেট: ২৬ অক্টোবর ২০১৮ ১২:৪৪
।। স্পোর্টস ডেস্ক ।।
ইনজুরির কারণে মাঠের বাইরে আছেন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে মাঠে না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের কাছে নতুন আঙ্গিকে ফিরলেন দেশসেরা এই অলরাউন্ডার।
বৃহস্পতিবার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করেন সাকিব। ছবিতে দেখা যায়, শার্টের ওপর একটি কোট আর টাই বেঁধেছেন তিনি। তবে প্যান্টের বদলে পরেছেন লুঙ্গি। যে ছবি ভাইরাল হয়ে ছড়িয়ে গেছে ফেসবুক জুড়ে।
৪৩ মিনিটে এক হাজারের বেশি শেয়ার আর ছবির নিচে ভক্তদের কমেন্ট আসতে থাকে। ছবির নিচে একজন কমেন্টে লেখেন, ‘সাকিব ভাইয়ের আইডি থেকে যখন ভাবি লগ ইন করে তখন এ অবস্থা তো হবেই। নিশ্চিত আজ সকাল থেকে ভাবি পেইজ চালাচ্ছে, তাই এমন এমন ছবি দেখতে পাচ্ছি।’
আরো একজন কমেন্টে লেখেন, ‘মাঝে মাঝে বিনোদন দেওয়া ভালো, এই সাকিবকেই আমরা চাই।’
তবে সাকিবের এই ছবিটিতে কোনো ক্যাপশন না থাকায় এই ছবিটি পোস্ট করার উদ্দেশ্য জানা যায়নি।
বৃহস্পতিবার এই ছবিটি পোস্ট করার ঠিক ঘণ্টাখানেক আগে আরেকটি ছবি পোস্ট করেন বাংলাদেশ দলের এই অলরাউন্ডার।
সারাবাংলা/এসএন