‘সত্য সবসময় ওপরেই থাকে’
২৩ অক্টোবর ২০১৮ ১৬:৫৩ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১৬:৫৯
।। স্পোর্টস ডেস্ক ।।
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠার পর সেই অভিযোগ সরাসরি অস্বীকার করেছিলেন তিনি। তবে চ্যাম্পিয়নস লিগে ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে সোমবার (২২ অক্টোবর) সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন উঠলে এ নিয়ে রোনালদো জানান, সত্য প্রকাশ হয়ে উঠবে বলেই তার আইনজীবীর বিশ্বাস।
৩৪ বছর বয়সী ক্যাথরিন মায়োর্গা নামের একজন অভিযোগ এনেছিলেন, ২০০৯ সালে লাস ভেগাস হোটেলে তাকে ধর্ষণ করেন রোনালদো। তবে ইউনাইটেডের ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আবারো অভিযোগ অস্বীকার করে রোনালদো বলেন, ‘আমি জানি আমি একটা উদাহরণ। মাঠে হোক বা মাঠের বাইরে। আমি সবসময় হাসিখুশি থাকি, একজন সুখী একজন মানুষ।’
সবকিছু মিলিয়ে ভালো ভালো সময় পার করছেন বলেই জানান রোনালদো, ‘দারুণ একটা ক্লাবে খেলি, অসাধারণ একটি পরিবার আছে আমার। আমার চার সন্তান, আমার সবই আছে। তাই অন্যকিছু আমাকে বিভ্রান্ত করতে পারবে না। এই সময়ে আমি মিথ্যা বলবো না। আমি খুব ভালো আছি। আমার আইনজীবী আত্মবিশ্বাসী এবং আমি নিজেও।’
ধর্ষণের অভিযোগ ওঠায় এ নিয়ে মোটেও বিভ্রান্ত নন বলেই জানান রোনালদো। বরং সত্য প্রকাশ হবে বলেই মনে করেন জুভেন্টাসের এই ফরোয়ার্ড, ‘আমি ফুটবল উপভোগ করি, ফুটবলই আমার জীবন। আমার যত্ন নেয়ার মতো মানুষ আছে। অবশ্যই সত্য সবসময় ওপরেই থাকে। তাই আমি ভালো আছি।’
মঙ্গলবার (২৩ অক্টোবর) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে রোনালদোর জুভেন্টাসের। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
সারাবাংলা/এসএন