রাতে মাঠে নামবে রিয়াল-ইউনাইটেড-জুভেন্টাস
২৩ অক্টোবর ২০১৮ ১১:০০ | আপডেট: ২৩ অক্টোবর ২০১৮ ১১:০৪
।। স্পোর্টস ডেস্ক ।।
সময়টা ভালো কাটছে না স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের। জয়ের খরা কাটছে না টানা তিনবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতা দলটির। মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে নিজেদের তৃতীয় ম্যাচে ভিক্টোরিয়া পিজেনের বিপক্ষে মাঠে নামবে বেল-রামোস-মদ্রিচরা।
টানা পাঁচটি প্রতিযোগিতামূলক ম্যাচে জয়ের মুখ দেখেনি রিয়াল। তাই পিজেনের বিপক্ষে ম্যাচটিতে জয় পেতেই লড়াই করবে বেল-রামোস-মদ্রিচরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
একই সময়ে রোমার বিপক্ষে মাঠে নামবে সিএসকেএ। এ নিয়ে গ্রুপ ‘জি’ তে ২ ম্যাচে ১টি জয় ও ১টি হারে টেবিলের দুইয়ে আছে রিয়াল। সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে তিনে আছে রোমা। দুই ম্যাচে ১টি হার ও ১টি ড্র নিয়ে তলানিতে আছে পিজেন। অন্যদিকে দুই ম্যাচের ১টি জয় ও ১টি ড্র নিয়ে শীর্ষে আছে সিএসকেএ মস্কো।
মঙ্গলবার একই সময়ে (রাত ১টা) লিগের অন্য ম্যাচে মুখোমুখি হবে ‘এইচ’ গ্রুপের দুই দল জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড। এ নিয়ে দুই ম্যাচে দুটিতেই জয় তুলে গ্রুপ টেবিলের শীর্ষে ক্রিস্টিয়ানো রোনালদোর জুভেন্টাস। অন্যদিকে, দুই ম্যাচে ১টি জয় ও ১টি ড্র নিয়ে টেবিলের দুইয়ে আছে ইউনাইটেড।
রাত ১টায় লিগের অন্য ম্যাচে ‘এফ’ গ্রুপের দল শাখতার খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।
এর আগে একই দিনে বাংলাদেশ সময় রাত ১০টা ৫৫ মিনিটে ‘এইচ’ গ্রুপের দল ভ্যালেন্সিয়ার মুখোমুখি হবে ইয়াং বয়েজ। একই সময়ে ‘ই’ গ্রুপের দল বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে এইকে অ্যাথেন্স।
সারাবাংলা/এসএন