নাদালকে ছাড়িয়ে যাবেন জকোভিচ!
১৬ অক্টোবর ২০১৮ ১২:১৭ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৫:৩৬
।। স্পোর্টস ডেস্ক ।।
হাঁটুর চোটে পড়ে মাঠের বাইরে আছেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। ৩২ বয়সি এই টেনিস তারকা এবার তাই বিপাকেই পড়েছেন। সাংহাই মাস্টার্সে চ্যাম্পিয়ন হয়ে এবারের মৌসুমে শীর্ষে থাকার লড়াইয়ে রাফায়েল নাদালকে চাপে ফেলেছেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ।
সোমবার (১৫ অক্টোবর) প্রকাশিত এটিপি র্যাংকিংয়ে এখনো শীর্ষে আছেন নাদাল। তবে দ্বিতীয় স্থানে থাকা জোকোভিচের সঙ্গে রেটিং পয়েন্টের খুব একটা পার্থক্য নেই তার। নাদালের মোট পয়েন্ট ৭৬৬০, জোকোভিচের ৭৪৪৫। দু’জনের রেটিংয়ের পার্থক্য মাত্র ২১৫। আর ৬২৬০ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে রজার ফেদেরার।
গত সপ্তাহে মায়োরকায় প্রাকৃতিক দুর্যোগের পরিস্কার অভিযানে নেমেছিলেন নাদাল। এখন হাঁটুর ইনজুরিতে বেশ ভুগছেন স্প্যানিশ এই তারকা। মৌসুম শেষের আগে ট্যুর ফাইনালসের বেশ’কটি প্রতিযোগিতা বাকি আছে। চোটের কারণে কোর্টে না নামলে এবার তার জায়গা দখল করে শীর্ষে ওঠার সুযোগ পাবেন জকোভিচ।
সারাবাংলা/এসএন