দক্ষিণ আফ্রিকার লিগে ডি ভিলিয়ার্স
১৬ অক্টোবর ২০১৮ ১১:৩৯ | আপডেট: ১৬ অক্টোবর ২০১৮ ১১:৪০
।। স্পোর্টস ডেস্ক ।।
নভেম্বরেই শুরু হচ্ছে দক্ষিণ আফ্রকার টি-টোয়েন্টি লিগ এমজানসি সুপার লিগ (এমএসএল)। প্রথমবারের মতো শুরু হতে যাওয়া এই লিগের নাম প্রকাশের পর সোমবার (১৫ অক্টোবর) মারকিউ খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে আছে টি-টোয়েন্টির যেকোনো আসর কাঁপানো দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ছয় ক্রিকেটারের নাম প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। যেখানে এবি ডি ভিলিয়ার্স ছাড়াও আছেন ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, জে পি ডুমিনি, ইমরান তাহির ও কাগিসো রাবাদা। মারকিউ ক্যাটগারিতে থাকা এই ক্রিকেটাররা ফ্র্যাঞ্চাইজি দলগুলের হয়ে প্রতিনিধিত্ব করবেন।
১৬ নভেম্বর থেকে শুরু হয়ে লিগ শেষ হবে ১৬ ডিসেম্বর। এর আগে বুধবার (১৭ অক্টোবর) লিগের প্লেয়ারর্স ড্রাফট অনুষ্ঠিত হবে।
টি-টোয়েন্টির বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত ডি ভিলিয়ার্সকে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসরে আনতে যাচ্ছে রংপুর রাইডার্স।
সারাবাংলা/এসএন