Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেঞ্চুরি পেলেন না সৌম্য, সুবাস পাচ্ছেন জাবিদ


১৫ অক্টোবর ২০১৮ ১৮:১৫

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঘূর্ণিঝড় তিতলি বিদায় নিয়েছে ক’দিন আগে। তবে তার ঝাপটার ধাক্কা লেগেছে জাতীয় লিগে, মাঠ খেলার জন্য অনুপযুক্ত থাকায় দুইটি ম্যাচ হয়ে গেছে পন্ড। তৃতীয় রাউন্ডের প্রথম দিন বগুড়ায় ঢাকা মেট্রো-চট্টগ্রাম ও খুলনায় রংপুরের সঙ্গে স্বাগতিক খুলনার খেলাটাই ঠিকঠাক হয়েছে।

দুইটি ম্যাচেই ব্যাটসম্যান বা বোলার, কেউই এককভাবে প্রাধান্য বিস্তার করতে পারেননি। খুলনায় শুরুতে ব্যাট করে স্বাগতিকরা ২৩ রানে হারায় রবিউল ইসলাম রবিকে। এরপর দ্বিতীয় উইকেটে এনামুল হক বিজয় ও সৌম্য সরকার যোগ করেন ১২৩ রান। এনামুল ৫৬ রানে আউট হয়ে গেলেও সৌম্যের ব্যাটে ভর করে এগিয়ে যাচ্ছিল খুলনা। শেষ পর্যন্ত ৭৬ রান করে সৌম্য আউট হয়ে যান সাজেদুলের বলে। ১৭৬ রানে তৃতীয় উইকেট হারায় খুলনা।

এরপর খুলনা নিয়মিতভাবেই উইকেট হারাতে শুরু করে। তুষার ইমরান, নুরুল হাসান বা আফিফ হোসেন, সবাই দুই অঙ্ক ছুঁলেও কেউ বিশের বেশি রান করতে পারেননি। দিন শেষে তাই ৮৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭২ রান তুলেছে খুলনা। ৩৩ রানে অপরাজিত ছিলেন জিয়াউর রহমান, অধিনায়ক আবদুর রাজ্জাক ব্যাট করছিলেন শূন্য রানে। রংপুরের হয়ে চারটি উইকেট নিয়েছেন সাজেদুল ইসলাম। দুইটি উইকেট নিয়েছেন সঞ্জিত সাহা, অন্যটি মোহাম্মদ সাদ্দামের।

ঢাকা মেট্রো চট্টগ্রামের ম্যাচেও শুরুতে ব্যাট করে ঢাকার শুরুটা ভালো হয়নি। ২৮ রানে হারায় প্রথম উইকেট, এরপর দলের ৭৬ রানে ৩৬ রান করে আউট হয়ে যান ফর্মে থাকা ওপেনার সাদমান ইসলাম। কোনো বল না খেলেই রান আউট হয়ে যান মোহাম্মদ আশরাফুল, খানিক পর মেহরাব হোসেন জুনিয়রও কোনো রান না করে আউট হয়ে গেলে ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলে ঢাকা।

বিজ্ঞাপন

সেখান থেকে তাদের টেনে তোলেন উইকেটরক্ষক জাবির হোসেন ও শরিফুল্লাহ। ষষ্ঠ উইকেটে দু’জন যোগ করেছেন ৭৪ রান, শরিফুল্লাহ আউট হয়েছেন ৪৫ রান। তবে ৭৯ রান নিয়ে দিন শেষে অপরাজিত ছিলেন জাবির, অন্য প্রান্তে তার সঙ্গী তাসকিন আহমেদ ব্যাট করছিলেন ২১ রানে। ৯০ ওভারে ৬ উইকেটে ২৬৬ রান নিয়ে দিন শেষ করেছে ঢাকা মেট্রো। দুইটি করে উইকেট নিয়েছেন চট্টগ্রামের সাখাওয়াত হোসেন ও হাসান মাহমুদ।

সারাবাংলা/এএম/এসএন

জাতীয় ক্রিকেট লিগ জাবির হোসেন তৃতীয় রাউন্ড সৌম্য সরকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর