ডোপ টেস্টের নোটিশ পেয়ে চটে গেলেন বোল্ট!
১৫ অক্টোবর ২০১৮ ১৭:০০ | আপডেট: ১৫ অক্টোবর ২০১৮ ১৭:০৪
।। স্পোর্টস ডেস্ক ।।
গত বছরেই পেশাদার অ্যাথলেটিকস থেকে অবসর নিয়েছেন কিংবদন্তি অ্যাথলেট উসাইন বোল্ট। এবার ফুটবল মাঠে দৌড়ে চলেছেন এই গতিদানব। অস্ট্রেলিয়ান ক্লাব সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে শুক্রবার (১২ অক্টোবর) প্রীতি ম্যাচে মাঠে নেমে জোড়া গোল করেছেন তিনি। তবে এবার ডোপ টেস্টের নোটিশ হাতে পেয়ে বেশ চটেছেন এই জ্যামাইকান।
অলিম্পিকে ১০০ মিটার স্প্রিন্টে বিশ্ব রেকর্ডধারী বোল্ট গত বছর অ্যাথলেটিকস থেকে অবসর নেওয়ার পর গত আগস্টে প্রথমবারের মত মেরিনার্সের হয়ে ফুটবল মাঠে নেমেছিলেন। অলিম্পিকে আটবারের স্বর্ণজয়ী এই গতিদানব সেবার বদলি হিসেবে মাঠে নেমে খেলেছেন মাত্র ২০ মিনিট। গত শুক্রবার (১২ অক্টোবর) আবারো মাঠে নেমে করেন জোড়া গোল। সেন্ট্রাল কোস্ট মেরিনার্সে এখন ফুটবলার ট্রায়াল চলছে তার।
তবে এর মধ্যে ডোপ টেস্টের নোটিশ পাওয়ার পর সোমবার (১৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রামে একটি ভিডিও পোস্টে করেন বোল্ট। সেখানে তিনি বলেন, ‘দেখুন, আমি ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে অবসর নিয়ে ফুটবলার হতে এসেছে। কিন্তু দেখুন এটা কি। আমি কিভাবে এখন ডোপ টেস্টের জন্য যাবো? আমি তো এখনো পেশাদারী ফুটবলার নই।’
এই নোটিশ পাওয়ার পর বোল্ট জানতে চাইলে তাকে জানানো হয়, অস্ট্রেলীয় মাদকবিরোধী আইনের ভিত্তিতেই ডোপ টেস্টের জন্য নোটিশ দেয়া হয়েছে। আইন অনুযায়ী ক্লাব খেলোয়াড় ও সংশ্লিষ্টদের এই পরীক্ষায় অবতীর্ণ হতে হয়। আর বোল্ট যেহেতু একজন পেশাদার ক্রীড়াবিদ, তাই তাকে এই পরীক্ষা দিতেই হবে।
সারাবাংলা/এসএন