Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রস্তুতি শুরু টাইগারদের, খালি হাতে আসছে জিম্বাবুয়ে


১৫ অক্টোবর ২০১৮ ১২:৪০

।। স্পোর্টস ডেস্ক ।।

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজকে সামনে রেখে অনুশীলন শুরু করলো বাংলাদেশ। সোমবার (১৫ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে স্কিল অনুশীলনের মধ্যদিয়ে টাইগারদের আসন্ন সিরিজের প্রস্তুতি শুরু হয়। অনুশীলনে যোগ দিয়েছে ১৫ সদস্যের দল। এবার প্রাথমিক কোনো দল না দিয়ে সরাসরি স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন, নতুন মুখ ৩০ বছর বয়সী ফজলে রাব্বি। ইনজুরির কারণে নেই তামিম ইকবাল এবং সাকিব আল হাসান। সাকিব ও তামিম ইকবাল না থাকায় দুইটি পরিবর্তন প্রত্যাশিতই ছিল। জিম্বাবুয়ে সিরিজের জন্য তিন ম্যাচের ওয়ানডে দলে স্বাভাবিকভাবেই এসেছে সেই পরিবর্তন।

১৫ জনের ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ফজলে রাব্বি। এশিয়া কাপের দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। শেষ দুই ম্যাচ খেলতে উড়ে গিয়েছিলেন সৌম্য-ইমরুল কায়েস। বাদ পড়েছেন মুমিনুল হক। সুযোগ পেয়েও ভালো করতে পারেননি নাজমুল হোসেন শান্ত। তবে ওয়ানডে দলে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে বাদ পড়া পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন আবার ফিরেছেন দলে।

সিনিয়রদের মধ্যে মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ দুজনেই আছেন দলে। চোট থাকলেও সিরিজের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাচ্ছে দলপতি মাশরাফিকে।

আগামী ২১ অক্টোবর তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি খেলবে দুই দল। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। ২৪ ও ২৬ অক্টোবর সিরিজের পরের দুটি ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। দুপুর দুইটায় রাখা হয়েছে পরের ম্যাচ দুটিও।

বিজ্ঞাপন

জিম্বাবুয়ে সিরিজের বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), লিটন দাস, ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফুদ্দিন এবং ফজলে রাব্বি।

এদিকে, খালি হাতেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। তিনটি ওয়ানডে এবং দুটি টেস্ট খেলতে আগামীকাল (মঙ্গলবার, ১৬ অক্টোবর) ঢাকায় আসবে জিম্বাবুয়ে ক্রিকেট দল। তার আগে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে জিম্বাবুয়ে। এরপর তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজেও হেরেছে তারা। দক্ষিণ আফ্রিকা জিতেছে ২-০ ব্যবধানে।

জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। ফলে, আত্মবিশ্বাসের ঘাটতি রেখে বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুইয়ানরা। আর সাকিব-তামিম না থাকলেও এশিয়া কাপের ফাইনালে অল্পর জন্য হেরে যাওয়া বাংলাদেশ থাকছে আত্মবিশ্বাসের তুঙ্গে। নিজেদের মাটিতে দুটি সিরিজেই জয় পেতে চাইবে টাইগাররা।

সারাবাংলা/এমআরপি

জিম্বাবুয়ে বাংলাদেশ ক্রিকেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর