টি-টোয়েন্টি র্যাংকিংয়ে এগিয়ে বাংলাদেশের মেয়েরা
১৪ অক্টোবর ২০১৮ ১১:৫৭ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১১:৫৯
।। স্পোর্টস ডেস্ক ।।
টি-টোয়েন্টি র্যাংকিং তালিকায় দশম স্থানে আছে সাকিব-তামিমরা। এবার প্রথমবারের মতো মেয়েদের ক্রিকেটের টি-টোয়েন্টি র্যাংকিংও প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা (আইসিসি)। এদিক থেকে এগিয়ে আছে সালমা-রুমানারা। মেয়েদের র্যাংকিং তালিকায় নবম স্থানে আছে বাংলাদেশের মেয়েরা।
২৭ ম্যাচে ১৯৩ রেটিং নিয়ে তালিকার নয় নম্বরে থাকছে বাংলাদেশের মেয়েরা। আর ২৮০ রেটিং নিয়ে টি-টোয়েন্টিতে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের চেয়ে ১৪ রেটিং বেশি নিয়ে অষ্টম স্থানে আছে শ্রীলঙ্কা (২০৭) এবং ২২৭ রেটিং নিয়ে তালিকার সাতে আছে পাকিস্তান।
এছাড়াও দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড (২৭৭), তৃতীয় স্থানে ইংল্যান্ড (২৭৬), চতুর্থ স্থানে ওয়েস্ট ইন্ডিজ (২৫৯), পঞ্চম স্থানে ভারত (২৪৯) ও ষষ্ঠ স্থানে দক্ষিণ আফ্রিকা (২৪৩)। আর ১৮৮ রেটিং নিয়ে বাংলাদেশের ঠিক পরেই দশম স্থানে আছে আয়ারল্যান্ডের মেয়েরা।
ওয়ানডে র্যাংকিং তালিকায় মাশরাফি-তামিমরা আছে সপ্তম স্থানে। তবে, মেয়েদের ওয়ানডে র্যাংকিংয়ে নবম স্থানেই আছে সালমা-রুমানারা।
ছেলেদের ক্রিকেট র্যাংকিংয়ে ১৭টি দেশ অন্তর্ভুক্ত থাকলেও মেয়েদের র্যাংকিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে ৪৬টি দেশের নাম।
সারাবাংলা/এসএন