নেদারল্যান্ডসের কাছে বড় হার জার্মানির
১৪ অক্টোবর ২০১৮ ১১:২৪ | আপডেট: ১৪ অক্টোবর ২০১৮ ১১:২৬
।। স্পোর্টস ডেস্ক ।।
উয়েফা নেশন্স লিগের ম্যাচে নেদারল্যান্ডসের কাছে বড় ব্যবধানে হারলো জার্মানি। শনিবার (১৩ অক্টোবর) আমস্টারডামে ৩-০ গোলের বড় ব্যবধানে জিতেছে জয় পেয়েছে নেদারল্যান্ডস।
ম্যাচের শুরু থেকেই বেশ দাপটে খেলতে থাকে থমাস মুলার-টনি ক্রুসরা। তবে ম্যাচের ৩০ মিনিটে পিছিয়ে পড়ে তারা। ক্রসবারে লেগে ফিরে আসা বল থেকে হেডে গোল করে ডাচদের এগিয়ে নেন লিভারপুল ডিফেন্ডার ভার্জিল ভন ডাইক (১-০)। প্রথমার্ধে আর গোল না হওয়ায় ১-০ তে এগিয়ে থেকেই বিরতিতে যায় নেদারল্যান্ডস।
দ্বিতীয়ার্ধে মাঠে নেমে আক্রমণ চালাতে থাকে জার্মানি। তবে গোলের দেখা মেলেনি তাদের। উল্টো ম্যাচের ৮৬ মিনিটে ব্যবধান বাড়ান মেমফিস ডিপাই (২-০)। ডান দিক থেকে কুইনসি প্রোমেসের পাস থেকে বল পেয়ে গোল করে বসেন এই ফরোয়ার্ড। এরপর যোগ করা সময়ের শেষদিকে গোল করে ব্যবধান ৩-০ করেন জর্জিনিয়ো ভেইনালডাম। ডি-বক্সে বল পেয়ে দারুণ শটে গোল করেন তিনি।
এই ম্যাচ জয়ে দারুণ কীর্তি গড়েছে ডাচরা। ১৬ বছরের মধ্যে জার্মানির বিপক্ষে এটিই নেদারল্যান্ডসের প্রথম জয়।
এই ম্যাচ জয়ে লিগের গ্রুপ-১ এর পয়েন্ট টেবিলের দুইয়ে আছে নেদারল্যান্ডস। দুই ম্যাচের একটিতে জয় ও একটি ম্যাচে হেরে তিন পয়েন্ট আছে তাদের সংগ্রহে। সমান ম্যাচে ১টি ড্র ও ১টিতে হেরে টেবিলের তিনে আছে জার্মানি। আর দুই ম্যাচে ১টি জয় ও ১টি ড্র নিয়ে শীর্ষে আছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
সারাবাংলা/এসএন